Saturday, May 3, 2025

প্রথম গোলাপি বলের দিন-রাতের টেস্ট ম‍্যাচ ড্র, ম‍্যাচের সেরা স্মৃতি মান্ধানা

Date:

ভারত-অস্ট্রেলিয়া( India-Australia) প্রথম গোলাপি বলের দিন-রাতে টেস্ট( Pink ball test) ম‍্যাচ ড্র। ম‍্যাচ ড্র হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত লড়াই মিতালি রাজদের( Mitali raj)। ম‍্যাচের সেরা স্মৃতি মান্ধানা( Smriti Mandhana)।

প্রথম দিন রাতের টেস্টে প্রথম ইনিংসে দুরন্ত দাপট দেখায় ভারতীয় দল। দেশের প্রথম মহিলা হিসাবে গোলাপি বলে ঐতিহাসিক সেঞ্চুরি করেন স্মৃতি। স্মৃতি ও দীপ্তি শর্মার ব্যাটে ভর করে ভারত প্রথম ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৭৭ রানে ডিক্লেয়ার দেয়। জবাবে ব‍্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার মেয়েরা ৯ উইকেট হারিয়ে ২৪১ রান করে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে। প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্রিগেড। ভারতের তিনটি উইকেট পান পুজা বস্ত্রকার। দুটি করে উইকেট পান ঝুলন গোস্বামী, মেঘনা সিং এবং দিপ্তি শর্মা।

দ্বিতীয় ইনিংসে ব‍্যাট করতে নেমে ১৩৫ রান তুলে ডিক্লেয়ার দেয় ভারত। দ্বিতীয় ইনিংসে ৫২ রান করেন শেফালী বর্মা। পুনম রাউত করেন ৪১।

জবাবে ব‍্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে নতুন বলে খেই হারিয়ে ফেলে অজিরা। শুরুতেই জোড়া ধাক্কা খায় অজি ব্রিগেড। শুরুতেই অ‍্যাশলের উইকেট তুলে নেন ঝুলন গোস্বামী। ১১ রানে আউট হন মুনি। তৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া মাত্র তোলে ১৪৩ রান। ভারত ২৩৪ রানে এগিয়ে জয়ের গন্ধ পাচ্ছিল। চতুর্থ দিনে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ছিল ১৭ ওভারে ২৩৬ রান। কিন্তু শেষমেশ মিতালি ও মেগ মিলে সিদ্ধান্ত নেন যে, এই টেস্টে কোনও দলেরই জেতা সম্ভব নয়। ফলে ম‍্যাচ হয় ড্র।

আরও পড়ুন:রাজস্থানের বিরুদ্ধে হারের কারণ খুঁজে বার করলেন ক‍্যাপ্টেন কুল

 

Related articles

বিনা অনুমতিতে পাকিস্তানি মহিলাকে বিয়ে! ভিসা শেষের পর আশ্রয় দিয়ে বরখাস্ত CRPF জওয়ান

পহেলগাঁওয়ে সাম্প্রতিক জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল এবং নির্ধারিত সময়ের মধ্যে ভারত...

সাত লাখি কলম! মনের মতো লেখার টানে পেন উৎসবে কলকাতার মানুষ

দাম দিয়ে কলমের আঁচড়ের যে মূল্য দেওয়া যায় না তার নজির মেলে বাঙালির পেনের প্রতি আকর্ষণ দেখলে। ল্যাপটপের...

ওয়াকফ আইন ঘিরে হিংসা: ক্ষতিগ্রস্তদের পাশে রাজ্য, সোমে মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ জেলা। হিংসার ঘটনায় বহু মানুষের...

ফের ভূমিকম্প! কেঁপে উঠল নেপাল-আফগানিস্তান

ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল এবং আফগানিস্তান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি-এর তথ্য অনুযায়ী, নেপালে ভূমিকম্পের উৎসস্থল মাটি থেকে ১০...
Exit mobile version