Wednesday, November 5, 2025

কাজে এলো না কোনও নাটক, হারের হ্যাটট্রিক টিব্রেওয়ালের

Date:

Share post:

জয়ের ব্যবধানে রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। আর চূড়ান্ত নাটক করেও হারের হ্যাটট্রিক প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের (Priyanka Tibrewal)। ভবানীপুর কেন্দ্রে একুশের বিধানসভা ভোটে জয়ী হন তৃণমূল (Tmc) প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandeb Chatterjee)। ২৮ হাজার ৭১৯ ভোটে জেতেন তিনি। উপনির্বাচন শোভনদেবের জয়ের ব্যবধানকে টপটে রেকর্ড ভোটে জয়ী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে (Priyanka Tibrewal) 58,832 ভোটের ব্যবধান হারান তিনি।

 

এই প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে নিয়ে প্রার্থী ঘোষণার পর থেকেই তুমুল নাটক করেছে গেরুয়া। সূত্রের খবর, বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) পছন্দের প্রার্থী ছিলেন প্রিয়াঙ্কা। শাসকদল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ, গোপনে প্রচার- কোনও হাতিয়ারই ছাড়েননি পদপ্রার্থী। এমনকী, ভোটের দিনে বারবার অভিযোগ তুলেছেন। কিন্তু বিষয় হল, তাঁর একটি অভিযোগও নির্বাচন কমিশনে ধোপে টেকেনি। আর এদিকে জামানত জব্দ না হলেও হারের হ্যাটট্রিক করলেন টিব্রেওয়াল।

 

বেলা যত বেড়েছে ততই শুনশান হয়েছে মুরলীধর সেন লেনের বিজেপির কার্যালয়। এই উপনির্বাচনের ফল থেকেই বোঝা যাচ্ছে বড় ভোটে যেভাবে বিজেপির বিপর্যয় ঘটেছিল, উপনির্বাচনেও তাই হয়েছে। বরং উপনির্বাচনগুলিতে তাদের হাল আরও খারাপ হয়েছে। অর্থাৎ বিধানসভা নির্বাচনের পরে গেরুয়া শিবিরে ভাঙন, একের পরে এক হেভিওয়েট নেতাদের দল ছেড়ে তৃণমূলে যোগদান- বিজেপিকে আরও বেশি কোণঠাসা করেছে।

 

ভোট গণনা শুরুর কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ টুইটে তীব্র খোঁচা দেন টিব্রেওয়ালকে। লেখেন,

“দিদি দিদিই। শোরগোল ফেলা ভাবি কখনওই তাঁর বিকল্প নন। সংবাদমাধ্যমে সামনে নাটক করে একটা গুজব ছড়ানো যায়। কিন্তু ওই ধরনের ন্যাক্কারজনক কাজে দায়িত্বশীল নাগরিকদের উপর কোনও প্রভাব ফেলে না।”

 

শেষ হাসি হাসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল ভোটে ভবানীপুর থেকে জয়ী হলেন তিনি। নোটার সঙ্গে পাল্লা দিয়ে তৃতীয় বামেরা। আর নাটক করেও কোনও প্রভাব ফেলতে পারলেন না প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

advt 19

 

 

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...