Monday, November 10, 2025

জামিন পেলেন না শাহরুখ পুত্র। গতকাল রাতে এনসিবির হেফাজতেই ছিলেন আরিয়ান। আরিয়ান খানকে এক দিনের বেশি নিজেদের হেফাজতে রাখবে না এনসিবি। রবিবার তদন্তকারী সংস্থার তরফ থেকে এ কথা জানানো হয়েছে। এর ফলে সোমবার আরিয়ানের আইনজীবী হয়ত জামিনের আবেদন করবেন।
আরিয়ান খানের বিরুদ্ধে জামিন যোগ্য ধারাতেই মামলা রুজু করেছিল এনসিবি। কিন্তু আদালতে এনসিবির তরফে জানানো হয়েছিল, বিষয়টি নিয়ে আরও গভীরে গিয়ে তদন্ত করতে আরিয়ানকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা অত্যন্ত প্রয়োজন। সেই মতো আরিয়ান সহ মোট তিনজন অভিযুক্তকে দু’দিন নিজেদের হেফাজতে নিতে চেয়েছিলেন এনসিবির আধিকারিকরা।
সোমবার হয়ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর আবেদন করা হতে পারে আরিয়ানকে। তখনই জামিন চাইবেন আরিয়ানের আইনজীবী।
মাদক মামলায় আরিয়ান ছাড়াও গ্রেফতার করা হয়েছে তাঁর বন্ধু আরবান মার্চেন্ট ও আরও একজনকে। রবিবার দুপুর ২টোর সময় আরিয়ানকে গ্রেফতার করা হয়। এনসিবির তরফ থেকে বিবৃতিতে দাবি করা হয়েছে, সোমবার গ্রেফতার হওয়া তিন জন অভিযুক্তকে আদালতে পেশ করা হবে। বাকি পাঁচ জনকে রবিবার বিকেলের পরে গ্রেফতার করেছে এনসিবি। তারপর বলা হয়, সোমবার পর্যন্ত এনসিবি হেফাজতে থাকবেন আরিয়ান। রবিবার পরে এনসিবি-র তরফ থেকে বলা হয়, এক দিনের বেশি হেফাজতে রাখা হবে না আরিয়ানকে।
এনসিবি সূত্রে জানা গিয়েছে, আরিয়ানের চশমার বাক্স থেকে মাদক উদ্ধার হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদক আইনের ৮সি, ২০বি, ২৭ এবং ৩৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়। জানা গিয়েছে, ওই প্রমোদতরণীতে ধরা পড়ার সময় আরিয়ানের কাছে ১ লাখ ৩৩ হাজার টাকা ও ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস ছিল। সূত্রের খবর, আরিয়ানের সঙ্গে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ পিলস ছিল।রবিবার বিকালেই মুম্বইয়ের জে জে হাসপাতালে আরিয়ান খানের মেডিক্যাল টেস্ট করানো হয়েছে।

 

Related articles

অচলায়তন ভেঙে মুক্ত চিন্তাভাবনার অঙ্গন হবে বাংলা: রাখি-রিয়াকে শুভেচ্ছা তরুণদের আইকন অভিষেকের

তিনি যুব সমাজের আইকন। তৃণমূলের (TMC) সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ঘিরে সব সময়ই তরুণ প্রজন্মের জনজোয়ার। আর...

পাঁচবারের কাউন্সিলর, তবু নাম উড়ে গেল ভোটার তালিকা থেকে! চাঞ্চল্য খড়দহে

শেষবার এসআইআর হয়েছিল ২০০২ সালে। সেই তালিকায় তাঁর নাম যে ছিল, তার প্রমাণ, সেবার তিনি কাউন্সিলর (councilor) নির্বাচিত...

চেন্নাই ছেড়ে দিচ্ছে জাদেজাকে! জল্পনার মধ্যেই উধাও ইনস্টাগ্রাম প্রোফাইলও

আগামী ১৫ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction 2026) হতে পারে। গত বছরই মেগা নিলাম হয়েছে। ফলে সব...

ইডেনে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাল! আশার সঙ্গে রয়েছে আশঙ্কাও

টি২০ বিশ্বকাপ নিয়ে ভাবনা শুরু হয়ে গিয়েছে বোর্ডের অন্দরে।  ইতিমধ্যেই প্রাথমিকভাবে কয়েকটি ভেন্যুকে বেছে নিয়েছে বিসিসিআই। বাংলার ক্রিকেটপ্রেমীদের...
Exit mobile version