Thursday, November 6, 2025

প্রার্থী ঘোষণা হয়নি অথচ ৪ কেন্দ্রে নির্বাচনী কমিটি গড়ে ফেলল বিজেপি

Date:

Share post:

পুজোর মরসুম পার হলে ফের বঙ্গে ভোট। আগামী ৩০ অক্টোবর ৪ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের(by poll election) দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন(election commission)। ইতিমধ্যেই এই ৪ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি(BJP) এখনও প্রার্থী ঘোষণার পথে না হাঁটলেও সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ৪ কেন্দ্রে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করে দিল গেরুয়া শিবির। এদিন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার(Sukanto Majumdar)।

৩০ অক্টোবর রাজ্যের যে ৪ কেন্দ্রে উপনির্বাচন সম্পন্ন হবে সেগুলি হল, দিনহাটা, শান্তিপুর, খড়দহ এবং গোসাবা। কোচবিহার জেলার দিনহাটা কেন্দ্রে জয়ী হয়েছিলেন নিশীথ প্রামাণিক। কিন্তু তিনি বিধায়ক পদ গ্রহণ না করায় এই কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ নিশীথ প্রামাণিককে। সহ পর্যবেক্ষকের দায়িত্ব সামলাবেন আরও এক সাংসদ-ড. জয়ন্তকুমার রায়। দিনহাটার নির্বাচনী কমিটির ইনচার্জ হচ্ছেন দীপেন প্রামাণিক। কো-ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে ৯ জনকে।

আরও পড়ুন:কংগ্রেসের সঙ্গে সম্পর্কে ইতি! উপনির্বাচনে চার কেন্দ্রে একতরফা প্রার্থী ঘোষণা বামেদের

নদীয়ার শান্তিপুর কেন্দ্রে বিজেপির জগন্নাথ সরকার জয়ী হলেও সাংসদ পদ ছাড়েননি। যার কারণে এই কেন্দ্র উপ নির্বাচনের দিন ঘোষণা করছে কমিশন। এখানে নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে জগন্নাথ সরকারকে। সহ-পর্যবেক্ষক অনুপম দত্ত। ইনচার্জ হয়েছেন অভিজিৎ দাস। কো-ইনচার্জের দায়িত্ব পেয়েছেন পাঁচ বিধায়ক-সহ মোট ছ’জন।

পাশাপাশি নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর জয়ী প্রার্থী কাজল সিনহার মৃত্যুর কারণে উপনির্বাচনের দিন ঘোষণা হয়েছে খড়দহে। বিজেপির পর্যবেক্ষক করা হয়েছে সাংসদ অর্জুন সিংকে। ইনচার্জের দায়িত্ব পেয়েছেন দু’জন। কো-ইনচার্জ হচ্ছেন ৪ বিধায়ক-সহ ৫ জন। পাশাপাশি গোসাবা বিধানসভা কেন্দ্রের নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে। এই কেন্দ্রে ইনচার্জের দায়িত্ব সামলাবেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সঞ্জয় সিং। কো-ইনচার্জের দায়িত্ব পেয়েছেন ৪ বিধায়ক-সহ মোট পাঁচজন।

advt 19

 

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...