Thursday, August 21, 2025

লখিমপুর যাওয়ার পথে আটক অখিলেশ, সোমবার সকালে ছাড়া পেলেন প্রিয়াঙ্কা

Date:

লখিমপুর যাওয়ার পথে বাধা পেলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav) । সমাজবাদী পার্টি নেতা তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের পথ আটকাল উত্তরপ্রদেশ পুলিশ । বাধা পেয়ে রাস্তার মধ্যেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন অখিলেশ। তাঁকে আটক করে লখনউ পুলিশ। এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে লখনউ (Lucknow)। দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে অখিলেশের বাড়ির বাইরে পুলিশের একটি জিপে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

 

এদিকে রবিবার রাতে লখিমপুর যাওয়ার পথে সীতাপুরে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকেও (Priyanka Gandhi) পুলিশের বাধার মুখে পড়তে হয় । জোর করে যেতে চাইলে প্রিয়াঙ্কার কনভয় আটকায় পুলিশ। ঘটনাস্থলে পুলিশের সঙ্গে তিনি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন । নিষেধ না মানায় প্রিয়াঙ্কাকে আটক করে পুলিশ। যদিও সোমবার সকালেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশের জিপে আগুন ধরানোর ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়া মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে, আগুন নেভানোর চেষ্টা করছেন পুলিশকর্মীরা। তাঁদের বলতে শোনা যায়, কে বা কারা আগুন ধরিয়েছেন সেটা তাঁরা দেখতে পাননি। তাঁরা যখন অখিলেশের বাড়ির ভিতরে ছিলেন সেই সময় আগুন ধরানো হয়।আটক হওয়ার আগে ধরনায় বসে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন অখিলেশ। তিনি বলেন, ‘‘সরকার কোনও রাজনৈতিক নেতাকে লখিমপুরে যেতে দিচ্ছে না। সরকার কী লুকোতে চাইছে? বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে যা করছে তা ব্রিটিশ আমলেও হত না। মৃতদের পরিবারকে ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া উচিত সরকারের।’’ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর পদত্যাগও দাবি করেছেন তিনি।

রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরি এলাকায় কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন স্থানীয় কৃষকরা। সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আকাশের গাড়ির ধাক্কায় চার কৃষকের মৃত্যু হয় বলে অভিযোগ। এর পরেই কনভয়ের একটি গাড়ি জ্বালিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। বাকি গাড়িগুলিতেও ভাঙচুর করা হয়। তাতে আরও চার জনের মৃত্যু হয় বলে অভিযোগ।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version