Tuesday, November 11, 2025

“মন্ত্রীর ছেলে খুন করল আর গ্রেফতার আমি!” যোগী সরকারকে তীব্র আক্রমণ প্রিয়াঙ্কার

Date:

উত্তরপ্রদেশের(Uttar Pradesh) লখিমপুর খেরিতে হিংসাত্মক ঘটনায় এবার যোগী সরকারকে(Yogi govt) তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা(Priyanka Gandhi)। রবিবার মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে রাস্তার মধ্যেই আটক করা হয় তাঁকে। যদিও প্রিয়াঙ্কা জানান তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই পরিস্থিতিতে যোগীর পুলিশকে দাগেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, “কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে খুন করল, অথচ গ্রেফতার করা হয়েছে আমাকে।” এখানেই না থেমে প্রিয়াঙ্কা আরও বলেন, “এরা কী রকম জাতীয়তাবাদী যে কৃষকদের মেরে ফেলার নিয়মকানুন বানায়?”

গ্রেফতার ও আটক প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি জানান, ১৫১ ধারায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫১ ধারা মূলত ভবিষ্যতে অপরাধ করতে যাচ্ছেন এমন কোন ব্যক্তিকে আটকে দেওয়া। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘ওরা আমায় কাগজপত্র দেখায়নি। যদি কাগজ না দেখায় তবে আমি এটাকে অপহরণ বলব। ১৫১ ধারায় যদি ২৪ ঘণ্টার মধ্যে অভিযোগ দায়ের না হয়, আমি মুক্ত। আমাকে বলা হয়েছে আইনজীবীর পরামর্শ নেওয়ার অধিকার আছে কিন্তু এখনও যোগাযোগ করতে পারিনি।’ এদিকে সিতাপুরে পুলিশ হেফাজতে থাকাকালীন ঝাড়ু হাতে ঘর ঝাঁট দিতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন:কোভিডে-মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, কেন্দ্রের এই প্রস্তাবে অনুমোদন সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, রবিবার লখিমপুর খেরিতে বিকেলের দিকে যখন কৃষকরা বিক্ষোভ দেখাচ্ছিলেন, তখন একটি গাড়ি তাঁদের পিষে দেয়। লখনউয়ে উত্তরপ্রদেশের পুলিশ সদর দফতরের আধিকারিকরা জানিয়েছেন, সেই ঘটনায় চার কৃষক-সহ আটজনের মৃত্যু হয়েছে। লখিমপুর খিরির জেলা সদর থেকে ৭০ কিলোমিটার দূরে তিকোনিয়া নামে যে জায়গায় ঘটনাটি ঘটে। সেখানে হিংসার আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাঠানো হয়েছে তিন কোম্পানি আধা-সামরিক বাহিনী। জেলায় আংশিকভাবে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। এই ঘটনায় মৃতদের পরিবারকে ৪৫ লক্ষ টাকা ও আহতদের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে যোগী আদিত্যনাথের সরকার।

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version