Sunday, November 2, 2025

উৎসবের মরসুমে চড়চড়িয়ে বাড়ছে জ্বালানির দাম, মধ্যবিত্তের পকেটে টান

Date:

মহালয়ার আগের দিনও কোনও ছাড় নেই। বেলাগাম হারে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দামবৃদ্ধির জেরে মঙ্গলবার কলকাতায় পেট্রোলের দাম লিটারে ১০৩ টাকা ৩৬ পয়সায় দাঁড়িয়েছে। অন্যদিকে ডিজেলের দাম লিটারে ৯৪ টাকা ১৭ পয়সা হয়েছে। বিধানসভা ভোটের পর আবারও একনাগাড়ে জ্বালানির মূল্য বৃদ্ধি রোজগারনামচা হয়ে দাঁড়িয়েছে। অতিমারী পর্বে একেই পকেটে টান মধ্যবিত্তের। পাশাপাশি উৎসবের মরসুমে এভাবে জ্বালানির দাম বাড়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের।

এছাড়াও রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১০২ টাকা ৬৪ পয়সা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯১.০৭ টাকা। একইভাবে মুম্বইয়েও জ্বালানির দাম আকাশছোঁয়া। মুম্বইয়ে এক লিটার পেট্রোলের দাম ১০৮.৬৭ টাকা। ডিজেলের দামও সেখানে ১০০ ছুঁই ছুঁই। এক লিটার ডিজেল বিকোচ্ছে ৯৮.৮০ টাকায়।

আরও পড়ুন:দেবকে লক্ষ্য করে ক্ষোভ উগরে কী বললেন অনিকেত?

গত ৩০ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর– পরপর তিনদিন বেড়েছিল জ্বালানির দাম। বিধানসভার ভোটের পর ফের একবার জ্বালানির দাম বৃদ্ধি দৈনিক রুটিন হয়ে দাঁড়িয়েছে। একদিকে উৎসবের মরসুম অন্যদিকে অতিমারীর প্রকোপ জ্বালানির দাম চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। রবিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়ে দাঁড়ায় ১০৩ টাকা ৭ পয়সা। লিটার প্রতি ৯৩ টাকা ৮৭ পয়সা ছিল ডিজেলের দাম। একদিন অপরিবর্তিত রেখে আজ ফের কলকাতায় পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ৩০ পয়সা বৃদ্ধি পেয়েছে।

কেরোসিন থেকে শুরু করে রান্নার গ্যাস, পাশাপাশি জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাকানিচোবানি খাচ্ছে সাধারণ মানুষ।করোনার কারণে যখন দেশের অর্থনীতির হাল বেহাল, কাজ হারিয়েছেন বহু মানুষ, তখন ক্রমাগত জ্বালানির দাম বেড়ে চলায় মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে।

Related articles

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...
Exit mobile version