Wednesday, November 12, 2025

লখিমপুর খেরি: দীর্ঘ আটকের পর প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করল যোগীর পুলিশ

Date:

লখিমপুর খেরি(LakhimpurKheri) যাওয়ার পথে সীতাপুরে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছিল যোগীর পুলিশ। দীর্ঘ ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে তাঁকে আটক করে রাখার পর অবশেষে পুলিশের তরফে জানানো হয়েছে, গ্ৰেফতার করা হয়েছে কংগ্ৰেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে(Priyanka Gandhi)। আগামীকাল আদালতেও পেশ করা হবে তাঁকে।

লখিমপুর খেরিতে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পর কৃষক পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে রওনা দিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কিন্তু পথেই তাঁকে আটক করে যোগীর পুলিশ। সীতাপুরে অতিথি নিবাসে আটকে রাখা হয় তাঁকে। জানা গিয়েছে, গ্রেপ্তারের পর ওই অতিথি নিবাসকেই পরিণত করা হয়েছে অস্থায়ী জেলে। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, শান্তিভঙ্গের আশঙ্কা, জনজীবনে অশান্তি ছড়ানোর সম্ভাবনা, ও গণ্ডগোলের প্ররোচনার অভিযোগে প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার করা হয়েছে। একাধিক ধারায় দায়ের হয়েছে এফআইআর। এদিকে প্রিয়াঙ্কা গান্ধী গ্রেপ্তারের ঘটনা রীতিমতো কড়া সুরে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু। টুইটে তিনি জানিয়েছেন, যদি কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে এই নৃশংস খুনের ঘটনায় গ্রেফতার না হয় এবং অন্যায় ভাবে গ্রেফতার হওয়া আমাদের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে মুক্তি না দেওয়া হয় সে ক্ষেত্রে পাঞ্জাব কংগ্রেস লখিমপুর খেরির উদ্দেশ্যে মিছিলে নামবে।

আরও পড়ুন:পাখির চোখ গোয়া বিধানসভা নির্বাচন: মুখ্যমন্ত্রীর নির্দেশে সংগঠনের কাজে গেলেন গৌতম দেব

উল্লেখ্য, উত্তরপ্রদেশের লখিমপুর খেরির(LakhimpurKheri) ঘটনায় ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে গোটা দেশ। কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে গাড়ি পিষে দিয়ে চলে গেছে আন্দোলনরত কৃষকদের(Farmer)। নৃশংস সেই ঘটনায় মৃত্যু হয়েছে ৪ কৃষকসহ ৮ জনের। অথচ এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি ঘটনার মূল অভিযুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশীষ মিশ্রকে(Ashish Mishra)।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version