Tuesday, November 4, 2025

পাখির চোখ গোয়া বিধানসভা নির্বাচন: মুখ্যমন্ত্রীর নির্দেশে সংগঠনের কাজে গেলেন গৌতম দেব

Date:

ত্রিপুরা এবং অসমে রীতিমতো ঘাঁটি গেড়ে ফেলেছে তৃণমূল কংগ্রেস। কংগ্রেস এবং বিজপি ছেড়ে অনেক নেতাই যোগ দিয়েছেন তৃণমূলে। ত্রিপুরা, অসমের পাশাপাশি গোয়ার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন বিস্তার করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ২০২২-এ গোয়ায় বিধানসভা নির্বাচন। তার আগেই তৃণমূল কংগ্রেস তাদের সংগঠন গুছিয়ে ফেলতে চায়। উদ্যোগী স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ি পুর নিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান গৌতম দেব সংগঠনের কাজে পৌঁছে গিয়েছেন গোয়াতে।

আরও পড়ুন-সল্টলেক, লেকটাউনের মণ্ডপ ঘুরে দেখলেন বিধাননগর কমিশনারেটের পুলিশ কমিশনার 

ইতিমধ্যে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। সোমবার গৌতম দেব গোয়ায় পৌঁছে সেখানকার তৃণমূল নেতৃত্বকে নিয়ে একটি বৈঠক করেন। বৈঠকে ছিলেন লুইজিনো। বৈঠকের পরে বেশ কয়েকজনকে তৃণমূল কংগ্রেসে যোগদান করান গৌতম দেব। যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দিয়েছেন।

আরও পড়ুন-এবারও বন্ধ বিসর্জনের কার্নিভাল: একগুচ্ছ বিধি-সহ গাইডলাইন প্রকাশ করে জানাল নবান্ন

এই বিষয়ে গোয়া থেকে গৌতম জানিয়েছেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলের কাজে আমাকে গোয়াতে পাঠানো হয়েছে।’ গোয়াতে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য গৌতম তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি আরও বলেন, ‘গোয়ার মানড্রেমে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে’। তারপরেই গোয়ার প্রাক্তন সরপঞ্চ ড্যানিয়েল ডিসুজা এবং প্রবীণ সাংবাদিক সন্তোষ মানড্রেকর-সহ আরও বিশিষ্ট মানুষেরা যোগদান করেছেন। গৌতম জানিয়েছেন, ৮ অক্টোবর পর্যন্ত তিনি গোয়ায় থেকে সংগঠনের কাজ চালাবেন।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version