তরুণ বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা!

বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা (Ratan Tata)! কিন্তু কেন? কে এই তরুণ? তিনি কলকাতার সায়ন চক্রবর্তী (Sayan Chakraborty)। বয়স মাত্র ২৬ বছর। আড়াই হাজার টাকা নিয়ে স্যান্ডউইচের ব্যবসা শুরু করেছিলেন। এখন আয় লক্ষ লক্ষ টাকা। কী ভাবে এলো এই সাফল্য? এই প্রশ্নের উত্তর সায়ন দিয়েছেন তাঁর আত্মজীবনীতে। সম্প্রতি বাংলা এবং ইংরেজি প্রকাশিত হয়েছে তাঁর লেখা বইটি। আর সেটা পৌঁছে গিয়েছে খোদ রতন টাটার হাতে। রতনে রতন চিনেছে। বই পড়ে এতটাই অভিভূত রতন টাটা চিঠিই লিখে ফেলেছেন সায়নকে।

আরও পড়ুন- মহালয়ায় তর্পণের জন্য বিভিন্ন ঘাটে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে

বিশ্ব বিখ্যাত এই শিল্পপতি ইমেলে (Email) সায়নকে লেখেন, “তোমার কথা শুনে আমি খুবই আনন্দিত। একই সঙ্গে গর্বিত। যে ভাবে ব্যবসার ইচ্ছাটা ধরে রেখে তুমি সফল হয়েছ, তা শুনে আমি মুগ্ধ। আশা করি একদিন তোমার সঙ্গে ঠিক দেখা হবে।”

সায়নের লেখা বই এবছর অক্টোবরেই প্যারিসে (Paris) প্রকাশিত। ডিসেম্বর থেকে পাওয়া যাবে এদেশে। তার আগেই রতন টাটার এই শুভেচ্ছা জানানো ইমেল পেয়ে আপ্লুত সায়ন। স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজেই দিয়েছেন ইমেলের ছবি। তাঁর মতে, ছোট থেকেই রতন টাটাকে নিজের আদর্শ বলে মানেন তিনি। বাঙালি তরুণের এই সাফল্যের কথা জানতে এখন অপেক্ষায় নেটিজেনরাও।

বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা (Ratan Tata)! কিন্তু কেন? কে এই তরুণ? তিনি কলকাতার সায়ন চক্রবর্তী (Sayan Chakraborty)। বয়স মাত্র ২৬ বছর। আড়াই হাজার টাকা নিয়ে স্যান্ডউইচের ব্যবসা শুরু করেছিলেন। এখন আয় লক্ষ লক্ষ টাকা। কী ভাবে এলো এই সাফল্য? এই প্রশ্নের উত্তর সায়ন দিয়েছেন তাঁর আত্মজীবনীতে। সম্প্রতি বাংলা এবং ইংরেজি প্রকাশিত হয়েছে তাঁর লেখা বইটি। আর সেটা পৌঁছে গিয়েছে খোদ রতন টাটার হাতে। রতনে রতন চিনেছে। বই পড়ে এতটাই অভিভূত রতন টাটা চিঠিই লিখে ফেলেছেন সায়নকে।

বিশ্ব বিখ্যাত এই শিল্পপতি ইমেলে (Email) সায়নকে লেখেন, “তোমার কথা শুনে আমি খুবই আনন্দিত। একই সঙ্গে গর্বিত। যে ভাবে ব্যবসার ইচ্ছাটা ধরে রেখে তুমি সফল হয়েছ, তা শুনে আমি মুগ্ধ। আশা করি একদিন তোমার সঙ্গে ঠিক দেখা হবে।”

সায়নের লেখা বই এবছর অক্টোবরেই প্যারিসে (Paris) প্রকাশিত। ডিসেম্বর থেকে পাওয়া যাবে এদেশে। তার আগেই রতন টাটার এই শুভেচ্ছা জানানো ইমেল পেয়ে আপ্লুত সায়ন। স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজেই দিয়েছেন ইমেলের ছবি। তাঁর মতে, ছোট থেকেই রতন টাটাকে নিজের আদর্শ বলে মানেন তিনি। বাঙালি তরুণের এই সাফল্যের কথা জানতে এখন অপেক্ষায় নেটিজেনরাও।

advt 19

 

 

Previous articleমহালয়ায় তর্পণের জন্য বিভিন্ন ঘাটে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে
Next article“জাগো বাংলা” পুজো সংখ্যা প্রকাশের মধ্য দিয়েই আজ শারদ উৎসবের সূচনা মুখ্যমন্ত্রীর