Monday, August 25, 2025

বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা (Ratan Tata)! কিন্তু কেন? কে এই তরুণ? তিনি কলকাতার সায়ন চক্রবর্তী (Sayan Chakraborty)। বয়স মাত্র ২৬ বছর। আড়াই হাজার টাকা নিয়ে স্যান্ডউইচের ব্যবসা শুরু করেছিলেন। এখন আয় লক্ষ লক্ষ টাকা। কী ভাবে এলো এই সাফল্য? এই প্রশ্নের উত্তর সায়ন দিয়েছেন তাঁর আত্মজীবনীতে। সম্প্রতি বাংলা এবং ইংরেজি প্রকাশিত হয়েছে তাঁর লেখা বইটি। আর সেটা পৌঁছে গিয়েছে খোদ রতন টাটার হাতে। রতনে রতন চিনেছে। বই পড়ে এতটাই অভিভূত রতন টাটা চিঠিই লিখে ফেলেছেন সায়নকে।

আরও পড়ুন- মহালয়ায় তর্পণের জন্য বিভিন্ন ঘাটে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে

বিশ্ব বিখ্যাত এই শিল্পপতি ইমেলে (Email) সায়নকে লেখেন, “তোমার কথা শুনে আমি খুবই আনন্দিত। একই সঙ্গে গর্বিত। যে ভাবে ব্যবসার ইচ্ছাটা ধরে রেখে তুমি সফল হয়েছ, তা শুনে আমি মুগ্ধ। আশা করি একদিন তোমার সঙ্গে ঠিক দেখা হবে।”

সায়নের লেখা বই এবছর অক্টোবরেই প্যারিসে (Paris) প্রকাশিত। ডিসেম্বর থেকে পাওয়া যাবে এদেশে। তার আগেই রতন টাটার এই শুভেচ্ছা জানানো ইমেল পেয়ে আপ্লুত সায়ন। স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজেই দিয়েছেন ইমেলের ছবি। তাঁর মতে, ছোট থেকেই রতন টাটাকে নিজের আদর্শ বলে মানেন তিনি। বাঙালি তরুণের এই সাফল্যের কথা জানতে এখন অপেক্ষায় নেটিজেনরাও।

বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা (Ratan Tata)! কিন্তু কেন? কে এই তরুণ? তিনি কলকাতার সায়ন চক্রবর্তী (Sayan Chakraborty)। বয়স মাত্র ২৬ বছর। আড়াই হাজার টাকা নিয়ে স্যান্ডউইচের ব্যবসা শুরু করেছিলেন। এখন আয় লক্ষ লক্ষ টাকা। কী ভাবে এলো এই সাফল্য? এই প্রশ্নের উত্তর সায়ন দিয়েছেন তাঁর আত্মজীবনীতে। সম্প্রতি বাংলা এবং ইংরেজি প্রকাশিত হয়েছে তাঁর লেখা বইটি। আর সেটা পৌঁছে গিয়েছে খোদ রতন টাটার হাতে। রতনে রতন চিনেছে। বই পড়ে এতটাই অভিভূত রতন টাটা চিঠিই লিখে ফেলেছেন সায়নকে।

বিশ্ব বিখ্যাত এই শিল্পপতি ইমেলে (Email) সায়নকে লেখেন, “তোমার কথা শুনে আমি খুবই আনন্দিত। একই সঙ্গে গর্বিত। যে ভাবে ব্যবসার ইচ্ছাটা ধরে রেখে তুমি সফল হয়েছ, তা শুনে আমি মুগ্ধ। আশা করি একদিন তোমার সঙ্গে ঠিক দেখা হবে।”

সায়নের লেখা বই এবছর অক্টোবরেই প্যারিসে (Paris) প্রকাশিত। ডিসেম্বর থেকে পাওয়া যাবে এদেশে। তার আগেই রতন টাটার এই শুভেচ্ছা জানানো ইমেল পেয়ে আপ্লুত সায়ন। স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজেই দিয়েছেন ইমেলের ছবি। তাঁর মতে, ছোট থেকেই রতন টাটাকে নিজের আদর্শ বলে মানেন তিনি। বাঙালি তরুণের এই সাফল্যের কথা জানতে এখন অপেক্ষায় নেটিজেনরাও।

 

 

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version