Monday, November 10, 2025

বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা (Ratan Tata)! কিন্তু কেন? কে এই তরুণ? তিনি কলকাতার সায়ন চক্রবর্তী (Sayan Chakraborty)। বয়স মাত্র ২৬ বছর। আড়াই হাজার টাকা নিয়ে স্যান্ডউইচের ব্যবসা শুরু করেছিলেন। এখন আয় লক্ষ লক্ষ টাকা। কী ভাবে এলো এই সাফল্য? এই প্রশ্নের উত্তর সায়ন দিয়েছেন তাঁর আত্মজীবনীতে। সম্প্রতি বাংলা এবং ইংরেজি প্রকাশিত হয়েছে তাঁর লেখা বইটি। আর সেটা পৌঁছে গিয়েছে খোদ রতন টাটার হাতে। রতনে রতন চিনেছে। বই পড়ে এতটাই অভিভূত রতন টাটা চিঠিই লিখে ফেলেছেন সায়নকে।

আরও পড়ুন- মহালয়ায় তর্পণের জন্য বিভিন্ন ঘাটে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে

বিশ্ব বিখ্যাত এই শিল্পপতি ইমেলে (Email) সায়নকে লেখেন, “তোমার কথা শুনে আমি খুবই আনন্দিত। একই সঙ্গে গর্বিত। যে ভাবে ব্যবসার ইচ্ছাটা ধরে রেখে তুমি সফল হয়েছ, তা শুনে আমি মুগ্ধ। আশা করি একদিন তোমার সঙ্গে ঠিক দেখা হবে।”

সায়নের লেখা বই এবছর অক্টোবরেই প্যারিসে (Paris) প্রকাশিত। ডিসেম্বর থেকে পাওয়া যাবে এদেশে। তার আগেই রতন টাটার এই শুভেচ্ছা জানানো ইমেল পেয়ে আপ্লুত সায়ন। স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজেই দিয়েছেন ইমেলের ছবি। তাঁর মতে, ছোট থেকেই রতন টাটাকে নিজের আদর্শ বলে মানেন তিনি। বাঙালি তরুণের এই সাফল্যের কথা জানতে এখন অপেক্ষায় নেটিজেনরাও।

বাঙালি ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে চান রতন টাটা (Ratan Tata)! কিন্তু কেন? কে এই তরুণ? তিনি কলকাতার সায়ন চক্রবর্তী (Sayan Chakraborty)। বয়স মাত্র ২৬ বছর। আড়াই হাজার টাকা নিয়ে স্যান্ডউইচের ব্যবসা শুরু করেছিলেন। এখন আয় লক্ষ লক্ষ টাকা। কী ভাবে এলো এই সাফল্য? এই প্রশ্নের উত্তর সায়ন দিয়েছেন তাঁর আত্মজীবনীতে। সম্প্রতি বাংলা এবং ইংরেজি প্রকাশিত হয়েছে তাঁর লেখা বইটি। আর সেটা পৌঁছে গিয়েছে খোদ রতন টাটার হাতে। রতনে রতন চিনেছে। বই পড়ে এতটাই অভিভূত রতন টাটা চিঠিই লিখে ফেলেছেন সায়নকে।

বিশ্ব বিখ্যাত এই শিল্পপতি ইমেলে (Email) সায়নকে লেখেন, “তোমার কথা শুনে আমি খুবই আনন্দিত। একই সঙ্গে গর্বিত। যে ভাবে ব্যবসার ইচ্ছাটা ধরে রেখে তুমি সফল হয়েছ, তা শুনে আমি মুগ্ধ। আশা করি একদিন তোমার সঙ্গে ঠিক দেখা হবে।”

সায়নের লেখা বই এবছর অক্টোবরেই প্যারিসে (Paris) প্রকাশিত। ডিসেম্বর থেকে পাওয়া যাবে এদেশে। তার আগেই রতন টাটার এই শুভেচ্ছা জানানো ইমেল পেয়ে আপ্লুত সায়ন। স্যোশাল মিডিয়ায় (Social Media) নিজেই দিয়েছেন ইমেলের ছবি। তাঁর মতে, ছোট থেকেই রতন টাটাকে নিজের আদর্শ বলে মানেন তিনি। বাঙালি তরুণের এই সাফল্যের কথা জানতে এখন অপেক্ষায় নেটিজেনরাও।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version