লখিমপুরকাণ্ডে দিলীপের মন্তব্যের তীব্র সমালোচনা বিজেপি নেতা সব্যসাচীর! ঘর ওয়াপসির জল্পনা

একুশের বিধানসভা ভোটের পর থেকে বিজেপির একের পর এক নেতা বেসুরো। কেউ তৃণমূলভোগ দিচ্ছেন। কেউ “ঘর ওয়াপাসি” করছেন তো কেউ পা বাড়িয়ে আছেন। লম্বা লিস্ট। এরই মধ্যে এবার বেসুরো অধুনা বিজেপি নেতা সব্যসাচী দত্ত। এবার দিলীপ ঘোষের সঙ্গে দ্বন্দ্ব তুঙ্গে প্রাক্তন বিধায়ক তথা বিধানসভা পুরনিগনের প্রাক্তন মেয়রের।

 

যোগী রাজ্য উত্তর প্রদেশের লখিমপুরের ঘটনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করলেন সব্যসাচী দত্ত।। তাঁর কথায়, “যদি মানুষকে পিষে মারা সমর্থন করেন, তা হলে কিছু বলার নেই! কোনও আন্দোলনকে দমিয়ে দেওয়া পদ্ধতি হতে পারে না। এটা গণতান্ত্রিক দেশ, এতো তালিবান নয়। লখিমপুরের ঘটনা দুর্ভাগ্যজনক, দোষীদের ফাঁসি হওয়া উচিত।”

 

প্রসঙ্গত, লখিমপুরকাণ্ডে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন , ‘’একটা দুর্ঘটনা ঘটেছে! সামলানোর ক্ষমতা আছে যোগী প্রশাসনের। ১৪৪ ধারা জারি করে প্রশাসন সঠিক পদক্ষেপই করেছে।”

 

এদিন দিলীপ ঘোষের এমন মন্তব্যের জবাব দিলেন সব্যসাচী। আর তাঁর এই বিরোধিতার পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা এবার বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরার লাইনে মুকুল রায় ঘনিষ্ঠ সব্যসাচী।

advt 19

 

 

 

Previous articleডিজেলের দাম আকাশ ছোঁয়া, পুজো পরিক্রমা বাতিল করল পরিবহন দফতর
Next articleপুরনো টিম এবং নতুন মুখ নিয়ে ডিসেম্বরেই শুরু হচ্ছে হামি- ২