কাকভোরেই ভূমিকম্পে কেঁপে উঠল বালুচিস্তান, মৃত অন্তত ২০

বৃহস্পতিবার ভোরেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের বালুচিস্তান। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৭। দ্য ইউরোপিয়ান মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, কম্পনের উৎসস্থল ছিল কোয়েটা প্রদেশের পূর্ব এবং উত্তর-পূর্ব থেকে ১০২ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। শেষ পাওয়া খবরে জানান গেছে ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। আহত দুশোরও বেশি।
এদিন কাকভোরে আচমকাই কেঁপে ওঠে বালুচিস্তান ও হারনাই। কম্পনের তীব্রতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহু বাড়ি। কাকভোরে দুর্ঘটনাটি ঘটায় ঘুমের মধ্যেই ঘরবাড়ি চাপা পড়ে মৃত্যু  হয় বহু মানুষের। প্রশাসনিক সূত্রে পাওয়া খবরে ২০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।