Friday, November 7, 2025

লখিমপুরকাণ্ডে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টের, স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ যোগী সরকারকে

Date:

লখিমপুরকাণ্ডে উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। ঘটনায় এফআইআর দায়ের হয়েছে কি? জানতে চেয়ে উত্তরপ্রদেশ সরকারকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ সর্বোচ্চ আদালতের।

 

• এই মামলায় কারা মূল অভিযুক্ত?

• ঠিক কী হয়েছিল?

• কাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে?

• কজনকে গ্রেফতার করা হয়েছে?

উত্তরপ্রদেশ সরকারকে সব তথ্য স্টেটাস রিপোর্টের মাধ্যমে জানাতে হবে শীর্ষ আদালতে। মামলার পরবর্তী শুনানি শুক্রবার।

 

লখিমপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর (Ashis Mishra) ছেলে আশিসের (Ashis Mishra) বিরুদ্ধে গাড়ি নিয়ে চার কৃষককে পিষে মারার অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে সুপ্রিম কোর্ট। যদিও বৃহস্পতিবার শুনানিতে প্রধান বিচারপতি জানান, দুই আইনজীবীর ফোন পাওয়ার পরই তাঁরা মামলাটি দায়ের করেছেন। জনস্বার্থ মামলাই দায়ের করতে চেয়েছিলেন। কিন্তু, রেজিস্ট্রারের ভুলে জনস্বার্থর বদলে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। তবে, লখিমপুর খেরির ঘটনায় যোগী সরকারের ভূমিকায়, তিনি যে অসন্তুষ্ট তা প্রধান বিচারপতি রামানার বক্তব্য থেকেই স্পষ্ট। তিনি বলেন, এ ঘটনায় সঠিকভাবে এফআইআর দায়ের না হওয়া উদ্বেগজনক। এই কারণেই সঠিকভাবে তদন্তও হচ্ছে না। পরের শুনানিতে উত্তরপ্রদেশ সরকারকে হলফনামা দিয়ে বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version