Monday, August 25, 2025

শান্তিপুর উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী রাজু পাল, বাকি তিন কেন্দ্রে বামেদের সমর্থন

Date:

তৃণমূল, বাম, বিজেপির পর এবার আসন্ন উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। পুজো শেষে আগামী ৩০ অক্টোবর রাজ্যের চার কেন্দ্রে উপনির্বাচন। যেখানে রাজনৈতিক মহলের সবচেয়ে বেশি নজর নদিয়ার শান্তিপুরে কেন্দ্রে। আর এই আসনেই এবার কংগ্রেস প্রার্থী রাজু পাল।

রাজ্য রাজনীতিতে একেবারেই অপরিচিত, অচেনা, আনকোড়া এই রাজু পাল। স্থানীয়স্তরে কিছু মানুষ হয়তো চেনেন কংগ্রেস প্রার্থীকে। বয়সে তরুণ রাজু পাল শান্তিপুর টাউন কংগ্রেস সভাপতি ও নদিয়া জেলা কংগ্রেসের সম্পাদক। তবে ছাত্র বা যুব রাজনীতি থেকে উঠে আসা কোনও নেতা নন তিনি। ফলে কংগ্রেস মনোভাবের কোনও মানুষ শুধু নন, সক্রিয় কংগ্রেস রাজনীতি করা লোকেদের মধ্যে অনেকেই চিনতে পারছেন না রাজু পালকে। এমন প্রার্থী চয়নেই প্রমাণিত একদা কংগ্রেসের গড় বলে পরিচিত শান্তিপুর কেন্দ্রে প্রার্থী খুঁজে পায়নি কংগ্রেস। তাই রাজনীতিতে আনকোড়া রাজুকে ভোটের ময়দানে নামিয়ে দিয়েছেন অধীর চৌধুরীরা।

অন্যদিকে, রাজ্যে আসন্ন বিধানসভা উপনির্বাচনে জোট ধর্ম পালন না করে আগেই একতরফা প্রার্থী ঘোষণা করেছে বামফ্রন্ট। কংগ্রেসের সঙ্গে কার্যত ইতি টেনেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বাম নেতারা। তার ইঙ্গিতও দিয়েছেন বিমান বসু। তবে এক্ষেত্রে কিছুটা নরম মনোভাব দেখিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাই চারটি কেন্দ্রের মধ্যে একমাত্র নদিয়ার শান্তিপুর আসনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। দিনহাটা, খাড়দহ ও গোসাবায় কোনও প্রার্থী দেবে না তারা।
বরং, ওই তিন আসনে বাম প্রার্থীদের সমর্থন করবে কংগ্রেস।

আসলে শান্তিপুর ছাড়া বাকি তিন কেন্দ্রে গ্রহণযোগ্য প্রার্থীই খুঁজে পাচ্ছে না কংগ্রেস। কিন্তু শান্তিপুরে অচেনা রাজু পালকে প্রার্থী করার মধ্যে দিয়ে প্রমাণ, এই আসনে কংগ্রেসের জামানত বাজেয়াপ্ত নিশ্চিত।

আরও পড়ুন- উৎসবের মরসুমে কড়া সতর্কবার্তা দিল স্বাস্থ্য মন্ত্রক

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version