Wednesday, July 2, 2025

সবুজ সংকেত হাইকোর্টের, এবার পুজোয় সরকারি অনুদানে নেই বাধা

Date:

Share post:

দুর্গাপুজোয় ক্লাবগুলিকে দেওয়া অনুদান মামলায় মিলল সবুজ সংকেত। এবার বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো উপলক্ষ্যে অনুদান স্বরূপ ৫০ হাজার টাকা দ্রুত পেতে চলেছে পুজো কমিটিগুলি। কিন্তু ওই টাকার কত অংশ কোন খাতে খরচ করতে পারবে, সেই সংক্রান্ত রাজ্যকে একটি নির্দেশিকা জারি করতে বলেছে হাইকোর্ট। তবে হাইকোর্ট এটাও জানিয়েছে, যেহেতু অনেকটা দেরী হয়ে গিয়েছে সেক্ষেত্রে যদি এই সময়ের মধ্যে রাজ্য নির্দেশিকা জারি করতে না পারে, তাহলে গতবছরের নির্দেশিকা অনুযায়ী অনুদান ব্যয় করতে পারবে ক্লাব কর্তৃপক্ষ। তবে সেক্ষেত্রেও এ সংক্রান্ত যাবতীয় রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে।

পুজোর জন্য এই বছর রাজ্যের মোট ৪০ হাজার ৩৮২টি পুজোকে মোট ২০১ কোটি ৯১ লক্ষ টাকা অনুমোদন করে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য অর্থ দফতর। তারই বিরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। শুক্রবার ওই মামলার শুনানিতে বিচারপতি প্রশ্ন করেন, কোভিড পরিস্থিতিতে ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে কেন? প্রশ্নের উত্তরে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, শুধুমাত্র পুজোর আয়োজনই নয়, ক্লাবগুলি সারাবছর ধরেই জনগণের পাশে দাঁড়ায়। করোনা পরিস্থিতি হোক বা ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতিই হোক। সেইসমস্ত জনকল্যাণমূলক কাজ যাতে অব্যাহত থাকে, সেকারণেই এই সামান্য অনুদান।

সূত্রের খবর, এরপরেই হাইকোর্টের তরফে সবুজ সঙ্কেত দেওয়া হয়। ফলে ক্লাবগুলিকে পুজোর অনুদান দেওয়ার ক্ষেত্রে আর কোনও বাধা রইল না। তবে হাইকোর্টের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, কোন খাতে ওই অনুদানের টাকা খরচ করা হবে, সে সংক্রান্ত নির্দেশিকা জারি করতে হবে রাজ্য সরকারকে। অন্যথায় গতবছরের নির্দেশিকা মেনেই অনুদানের টাকা ব্যয় করা যাবে। তবে কোন খাতে কত খরচ করেছে পুজো কমিটিগুলি তার রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

আরও পড়ুন- কালীপুজোয় বাজি পোড়ানোয়  নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে

advt 19

 

 

spot_img

Related articles

দিনভর বিক্ষোভ আলিপুর আদালতে, বাড়ল তিন অভিযুক্তের পুলিশ হেফাজত

গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্রর পক্ষে কোনও আইনজীবী যেন লড়াই না করেন, এই দাবিতে মঙ্গলবার দিনভর উত্তপ্ত থাকল আলিপুর...

স্নাতক স্তরে ভর্তি আবেদনের সময়সীমা বাড়িয়ে ১৫ জুলাই, ঘোষণা শিক্ষামন্ত্রীর

স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় অনলাইন পোর্টালের আবেদনের সময়সীমা বাড়ানো হল আরও ১৫ দিন। প্রথম দফার আবেদনের জন্য...

‘কর্পূর’: ছবির স্টার কাস্টের মতোই অভিনব লোগো প্রকাশ

বাংলা ছবির নাম, বিষয় আর স্টার কাস্ট ঘোষণা হতেই তাই নিয়ে প্রবল আলোড়ন টলিউড জুড়ে- এই ঘটনা বোধহয়...

বুধে বিধানসভায় শপথ কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক অলিফা আহমেদের 

কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অলিফা আহমেদ বুধবার রাজ্য বিধানসভায় শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন...