উচ্চমাধ্যমিকের বিজ্ঞানের সিলেবাসে ফের বদল

উচ্চমাধ্যমিকের বিজ্ঞানের সিলেবাসে ফের রদবদল ঘটানো হল । গত ৬ অগাস্ট উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ওয়েবসাইটে পরিমার্জিত সিলেবাস আপলোড করা হয়েছিল । কিন্তু বিজ্ঞানের চারটি বিষয় অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি , বায়োলজি এবং অঙ্ক এই চারটির নতুন সিলেবাস গতকাল নতুন করে সংসদের ওয়েবসাইটে আপলোড করা হলো। কী কারণে এই বদল তার ব্যাখ্যাও দিয়েছে সংসদ। সিবিএসই বোর্ডের বিজ্ঞানের সিলেবাসের সঙ্গে সামঞ্জস্য রাখতে সংসদের বিজ্ঞান সিলেবাস রদবদল ঘটানো হয়েছে । গত অগাস্ট মাসে বিজ্ঞানের যে সিলেবাস দেওয়া হয়েছিল তার সঙ্গে সিবিএসই বোর্ডের সিলেবাসের সামঞ্জস্য ছিল না। যদিও গতকাল যে সিলেবাস আপলোড করা হয়েছে তার সঙ্গে অগাস্ট মাসে বিজ্ঞানের যে সিলেবাস আপলোড করা হয়েছিল তার কতটা সামঞ্জস্য আছে সে বিষয়ে সংসদের পক্ষ থেকে কিছু বলা হয়নি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে বিজ্ঞানের এই নতুন সিলেবাসেই আগামী ২০২২ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে।

advt 19

Previous articleকালীপুজোয় বাজি পোড়ানোয়  নিষেধাজ্ঞা চেয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে
Next articleসবুজ সংকেত হাইকোর্টের, এবার পুজোয় সরকারি অনুদানে নেই বাধা