ঝাড়গ্রামের ‘মিনি জু’ থেকে নিখোঁজ হওয়া চিতাবাঘের খোঁজ মিলল চিড়িয়াখানাতেই! 

ঝাড়গ্রামের ‘মিনি জু’ থেকে বৃহস্পতিবার বিকেলে নিখোঁজ হয়ে যাওয়া চিতাবাঘটির খোঁজ মিলল । জানা গিয়েছে সে চিড়িয়াখানাতেই ঘুমিয়েছিল। প্রায় ১৭ ঘণ্টা পর বনকর্মীরা খোঁজ পান বাঘটির । প্রাথমিক ভাবে জানা গিয়েছে, চিড়িয়াখানার ভিতরেই জঙ্গলেই লুকিয়ে ছিল চিতাবাঘটি। তার পর ঘণ্টাখানেকের চেষ্টায় খাঁচাবন্দি করা হয়েছে।

ঝাড়গ্রাম ‘মিনি জু’তে দুটি চিতাবাঘ আছে। দুটি চিতাবাঘের মধ্যে একটি বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টা নাগাদ খাঁচা থেকে পালিয়ে যায়। রাজ্যের প্রধান মুখ্য বনপাল (বন্যপ্রাণ) দেবল রায় জানিয়েছিলেন, ‘‘চিতাবাঘটির খাঁচার জালে মেরামতির কাজ চলছিল। মনে করা হচ্ছে, মেরামতিতে ত্রুটির কারণে কিছুটা ফাঁক থেকে গিয়েছিল। সেখান থেকেই চিতাবাঘটি পালিয়ে যায়।’’ এর পরই প্রশাসনের তরফে সাবধান করা হয় স্থানীয় বাসিন্দাদের। বাঘটিকে গুলি করে ঘুম পাড়ানোর পরেই খাঁচা বন্দি করা হয়

advt 19

 

 

Previous articleপরিচালকের সঙ্গে গল্পে-কথায় ‘গোলন্দাজ’-এর নেপথ্য কাহিনি
Next articleধোনির বুদ্ধিতেই গ‍্যালারিতে বান্ধবীকে বিয়ের প্রস্তাব দীপকের, জানালেন দীপকের বাবা