Monday, November 10, 2025

বিরোধী জোটের ভরকেন্দ্র তৃণমূল, কংগ্রেসকে “গ্র্যান্ড ওল্ড পার্টি” বলে নিশানা পিকের

Date:

ফের নাম না করে কংগ্রেসকে তোপ ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। বিস্ফোরক টুইটে তাঁর দাবি, লোকসভা ভোটের আগে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটের চেষ্টা হলেও বাস্তবে তা হতাশ হবে করবে বিজেপি বিরোধী দলগুলোকে।

আজ, শুক্রবার সকালে টুইটে প্রশান্ত কিশোর লেখেন, “#LakhimpurKhiri-র ঘটনার উপর ভিত্তি করে GOP নেতৃত্বাধীন বিরোধী দলের দ্রুত এবং স্বতঃস্ফুর্ত পুনরুজ্জীবনের সন্ধানে থাকা মানুষ নিজেদেরকে বড় হতাশার দিকে ঠেলে দিচ্ছে। দুর্ভাগ্যবশত গ্র্যান্ড ওল্ড পার্টি
(GOP)-এর গভীরে থাকা সমস্যা এবং কাঠামোগত দুর্বলতার কোন দ্রুত সমাধান নেই”।

প্রসঙ্গত, যখনই কোনও রাজ্যে নির্বাচন আসে বিজেপি (BJP) তাদের উন্নয়ন ও সুশাসনের মডেল হিসেবে যোগী রাজ্য উত্তর প্রদেশকে তুলে ধরে। খুব স্বাভাবিকভাবেই উত্তর প্রদেশে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পাল্টা যোগী রাজ্যের উদাহরণ টেনে আনে অবিজেপি দলগুলি। সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া হাথরস কিংবা লখিমপুরের মতো ঘটনায় বিরোধীরা একযোগে আক্রমণের নিশানা করেছে যোগী রাজ্যকে। আর এই বিরোধিতায় সবচেয়ে প্রথমের সারিতে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল।

প্রসঙ্গত, লখিমপুরে কৃষক হত্যার ঘটনার পরে কংগ্রেসের আগেই পৌঁছে যান তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা। এরপরেই প্রশান্তের টুইটের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে কংগ্রেসের এই মুহূর্তে সাংগঠনিক ক্ষমতা নেই বিরোধী দলগুলিকে একজোট করার। টুইট তিনি কংগ্রেসকে তাই গ্র্যান্ড ওল্ড পার্টি বিশেষণ করেছেন।

আরও পড়ুন:‘আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা হয়নি?’ শীর্ষ আদালতে প্রশ্নের মুখে যোগী সরকার


 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version