Thursday, August 28, 2025

বিরোধী জোটের ভরকেন্দ্র তৃণমূল, কংগ্রেসকে “গ্র্যান্ড ওল্ড পার্টি” বলে নিশানা পিকের

Date:

ফের নাম না করে কংগ্রেসকে তোপ ভোট কুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। বিস্ফোরক টুইটে তাঁর দাবি, লোকসভা ভোটের আগে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোটের চেষ্টা হলেও বাস্তবে তা হতাশ হবে করবে বিজেপি বিরোধী দলগুলোকে।

আজ, শুক্রবার সকালে টুইটে প্রশান্ত কিশোর লেখেন, “#LakhimpurKhiri-র ঘটনার উপর ভিত্তি করে GOP নেতৃত্বাধীন বিরোধী দলের দ্রুত এবং স্বতঃস্ফুর্ত পুনরুজ্জীবনের সন্ধানে থাকা মানুষ নিজেদেরকে বড় হতাশার দিকে ঠেলে দিচ্ছে। দুর্ভাগ্যবশত গ্র্যান্ড ওল্ড পার্টি
(GOP)-এর গভীরে থাকা সমস্যা এবং কাঠামোগত দুর্বলতার কোন দ্রুত সমাধান নেই”।

প্রসঙ্গত, যখনই কোনও রাজ্যে নির্বাচন আসে বিজেপি (BJP) তাদের উন্নয়ন ও সুশাসনের মডেল হিসেবে যোগী রাজ্য উত্তর প্রদেশকে তুলে ধরে। খুব স্বাভাবিকভাবেই উত্তর প্রদেশে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে পাল্টা যোগী রাজ্যের উদাহরণ টেনে আনে অবিজেপি দলগুলি। সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া হাথরস কিংবা লখিমপুরের মতো ঘটনায় বিরোধীরা একযোগে আক্রমণের নিশানা করেছে যোগী রাজ্যকে। আর এই বিরোধিতায় সবচেয়ে প্রথমের সারিতে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল।

প্রসঙ্গত, লখিমপুরে কৃষক হত্যার ঘটনার পরে কংগ্রেসের আগেই পৌঁছে যান তৃণমূল কংগ্রেস প্রতিনিধিরা। এরপরেই প্রশান্তের টুইটের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন যে কংগ্রেসের এই মুহূর্তে সাংগঠনিক ক্ষমতা নেই বিরোধী দলগুলিকে একজোট করার। টুইট তিনি কংগ্রেসকে তাই গ্র্যান্ড ওল্ড পার্টি বিশেষণ করেছেন।

আরও পড়ুন:‘আশিস মিশ্রকে কেন গ্রেফতার করা হয়নি?’ শীর্ষ আদালতে প্রশ্নের মুখে যোগী সরকার


 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version