চলতি আইপিএলে কী আর দেখা যাবে না হরভজন কে? কী বললেন নাইটদের এই অফস্পিনার?

এই আইপিএল ( IPL) কী শেষ হরভজন সিং-এর ( Harbhajan Singh) এর? বৃহস্পতিবার রাজস্থান ম‍্যাচের পর তেমনটাই ইঙ্গিত দিলেন কলকাতা নাইট রাইডার্সের ( KKR) এই তারকা বোলার। আইপিএলের প্রথম পর্বে তিনটি ম্যাচ খেললেও, দ্বিতীয় পর্বে এখনও সুযোগ পাননি ভাজ্জি। রোজ জায়গা হচ্ছে দলের বাইরে। আর এতেই কি হতাশ হরভজন?

বৃহস্পতিবার ৪১ বছরের অফস্পিনার বলেন,”আর খেলব কি না জানি না, তবে কলকাতার সঙ্গে এই যাত্রাটা খুব উপভোগ করছি।”

ক্রিকেটার ভাজ্জুপা কেরিয়ার শেষ হলেও যে, ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকবেন, সেকথা জানাতে ভুললেন না তিনি। হরভজন বলেন,” আমার জীবনে ক্রিকেটই সব। ভারতীয় ক্রিকেটকে যে কোনও ভাবে সাহায্য করতে আমি তৈরি। কোচ অথবা মেন্টর সব রকম ভাবেই কাজ করতে রাজি। যে কোনও ভাবে দলকে সাহায্য করতে চাই।”

আইপিএলে ১৫০টি উইকেট নিয়েছেন হরভজন। চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেই সব উইকেট নিয়েছেন তিনি। তবে কলকাতার জার্সি গায়ে পাননি একটি উইকেটও।

আরও পড়ুন:অতিরিক্ত সময়ে গোল করে কলকাতা লিগের ফাইনালে রেলওয়ে এফসি

advt 19

 

Previous articleজাগো বাংলা পথ গ্রন্থাগার, উদ্বোধনে সুদীপ-কুণাল
Next articleলখিমপুর কাণ্ডে নরেন্দ্র মোদির নীরবতা নিয়ে প্রশ্ন তুলে সরব কপিল সিব্বল