লখিমপুরকাণ্ড: চাপে পড়ে পুলিশের সামনে হাজিরা মন্ত্রী-পুত্র আশিসের 

চাপে পড়ে শেষে পর্যন্ত পুলিশের সামনে হাজিরা দিলেন লখিমপুর খেরির কৃষক-হত্যায় অভিযুক্ত আশিস মিশ্র (Ashish Misra)। শনিবার, উত্তর প্রদেশ (Uttar Pradesh) অপরাধদমন শাখার (Crime Branch) দফতরে হাজিরা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রর (Ajay Mishra) ছেলে আশিস।

 

তিনি নেপালে পালিয়েছেন বলে অনুমান করা হয়। তাঁর বিরুদ্ধে সমন জারি হয়। হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাবনা প্রবল হয়ে ওঠে। সুপ্রিম কোর্টের শুনানিতেও অভিযুক্তদের কেন গ্রেফতার করা হচ্ছে না- তা নিয়ে প্রশ্ন ওঠে। এই পরিস্থিতিতে শনিবার পুলিশের ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের সামনে হাজির হন আশিস। সংবাদ সংস্থা সূত্রে খবর, সকাল ১১টা নাগাদ একটি নীল রঙের গাড়িতে সেখানে পৌঁছন তিনি। পিছনের দরজা দিয়ে প্রবেশ করেন বলে প্রত্যক্ষদর্শীদের মত। লখিমপুর খেরিকাণ্ডে তাঁকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

advt 19

 

 

Previous articleদু’গোলে পিছিয়ে থেকেও দুরন্ত জয় ফ্রান্সের, ফাইনালে স্পেনের মুখোমুখি দিদিয়ের দেশঁর দল
Next article৪ কেন্দ্রে উপনির্বাচনের জন্য পুজোর মধ্যেই আসছে কেন্দ্রীয় বাহিনী