পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রীর পাশে সদ্য বিজেপি ত্যাগী সব্যসাচী

ফের তৃণমূলের মূল স্রোতে প্রাক্তন বিধায়ক তথা বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। চব্বিশ ঘন্টা আগেই গেরুয়া মোহ ভঙ্গ করে নিজের পুরনো ঘরে ফিরেছেন সব্যসাচী। আরদলবদলের পর এই প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গেলো সব্যসাচী দত্তকে। শুক্রবার হিন্দুস্তান পার্কের পুজো উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গেই ছিলেন সব্যসাচী।

এক নজরে শুক্রবার, তৃতীয়ার দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধন:

(১) প্রথমে পুজো উদ্বোধন করেন একডালিয়া এভারগ্রিনের।

একডালিয়া

(২) ফাল্গুনী সংঘের পুজোও উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

ফাল্গুনী সঙ্ঘ

(৩) সিংহী পার্কের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

সিংহী পার্ক

(৪) বালিগঞ্জ কালচারালের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

বালিগঞ্জ কালচারাল

(৫) সমাজসেবী সংঘের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

(৬) হিন্দুস্তান পার্কের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী। এখানেই তাঁর পাশে দেখা গিয়েছে সব্যসাচী দত্তকে।

হিন্দুস্থান পার্ক

(৭) সংঘশ্রীর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

(৮) বাদামতলা আষাঢ় সংঘের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

(৯) ৬৬ পল্লির পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

(১০) ত্রিধারা সম্মিলনী পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

ত্রিধারা

(১১) মুদিয়ালীর পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

(১২) শিবমন্দিরের পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।

শিবমন্দির

আরও পড়ুন- বিধানসভায় সব্যসাচীর যোগদান নিয়ে প্রশ্ন তোলায় শুভেন্দুকে কার্যত তুলোধনা সুব্রতর

advt 19

 

 

Previous articleদিল্লির বিরুদ্ধে ৭ উইকেটে জয় আরসিবির
Next articleদিনহাটার বিজেপি প্রার্থীর মনোনয়ন জমা ঘিরে অশান্তি, ‘গো ব্যাক’ স্লোগান