লখিমপুরের ঘটনায় প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করা হবে না : যোগী আদিত্যনাথ

লখিমপুরের ঘটনায় যতই চাপ আসুক, প্রমাণ না পেলে কাউকে গ্রেফতার করা হবে না। শুক্রবার সাফ জানালেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রত্যেকেরই সমান অধিকার রয়েছে। সুতরাং তদন্ত প্রমাণে দোষী সাব্যস্ত হলেই তাঁকে গ্রেফতার করা হবে।

তিনি আরও বলেন, চাপের মুখে পড়ে কারোর প্রতি অন্যায় করা হবে না। ‌গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। আইন কারও নিজের হাতে নেওয়ার দরকার নেই। ‌বৃহস্পতিবার লখিমপুর ঘটনায় উত্তরপ্রদেশ সরকার ও যোগী পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। আর তারপর যোগীর এই প্রতিক্রিয়া ।
শুধু তাই নয় লক্ষ্মীপুরে আসা বিরোধীদলগুলিকেও একহাত নিয়েছেন যোগী।  মুখ্যমন্ত্রীর দাবি , ভালো কোনও উদ্দেশ্য নিয়ে লখিমপুরে যায়নি বিরোধীরা।

advt 19

 

 

Previous articleকথায় কথায় আমলাদের তলব নয়, রাজ্যপালকে চিঠি দিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর
Next articleচতুর্থীর সকালেই বঙ্গবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর