Saturday, August 23, 2025

উৎসবের মাঝেও বিষাদের সুর! রুটিন মেনে ফের দাম বাড়ল জ্বালানির

Date:

Share post:

পুজোতেও জ্বালানির দামে ছ্যাঁকা! উৎসবের মাঝেও যেন বিষাদের সুর। ফের রেকর্ড দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। ৫ অক্টোবর থেকে লাগাতার জ্বালানির দাম আকাশছোঁয়া হওয়ায় মধ্যবিত্তদের মাথায় বাজ। অতিমারী পর্বে রুটিন মেনে জ্বালানির দাম বাড়াল পকেটে টান পড়েছে সাধারণ মানুষের।আজ মুম্বইয়ে ডিজেলের দাম সেঞ্চুরির কাঁটা অতিক্রম করলো।

শনিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৯ পয়সা বেড়ে লিটারে ১০৪ টাকা ৫২ পয়সা হল।অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি  ৩৫ পয়সা বেড়ে লিটারে ৯৫ টাকা ৫৮ পয়সা হয়েছে। উৎসবের মরশুমে এভাবে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় জিনিসপত্রেরও দাম বাড়ার আশঙ্কা করছে আমজনতা। একদিকে রান্নার গ্যাস, অন্যদিকে পেট্রোল-ডিজেল।অবশ্য বাদ যায়নি কেরোসিনও। সব জ্বালানির একসঙ্গে দাম বৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। ফলে বাজারও অগ্নিমূল্য। শাক-সব্জী হোক বা আমিষ জাতীয় দ্রব্য, যেকোনও জিনিস কিনতেই নাকানিচবানি খাচ্ছে সাধারণ মানুষ। বিরোধী দলগুলি এনিয়ে সোচ্চার হলেও কেন্দ্রের কোনও ভ্রুক্ষেপ নেই। উল্টে জ্বালানির দাম বৃদ্ধি এখন রোজকারনামচা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:কথায় কথায় আমলাদের তলব নয়, রাজ্যপালকে চিঠি দিয়ে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা ছাড়াও দেশের অনান্য মহানগরীতেও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। আজ দিল্লিতে পেট্রোলের দামবৃদ্ধি পেয়ে প্রতি লিটারে ১০৩ টাকা ৮৪ পয়সা হয়েছে। ডিজেলের দাম লিটার প্রতি ৯২টাকা ৪৭ টাকায় বিকোচ্ছে। মুম্বইয়ে পেট্রোল এবং ডিজেলের দাম রেকর্ড হারে বেড়েছে। মুম্বইতে পেট্রোলের দাম আজ ১০৯ টাকা ৮৩ পয়সা হয়েছে। ডিজেলের দাম প্রতি লিটারে ১০০ টাকা ২৯ পয়সা হয়েছে। চেন্নাইতেও দাম যথাক্রমে ১০১ টাকা ২৭ পয়সা ও ডিজেল ৯৬ টাকা ৯৩ পয়সায় বিকোচ্ছে।

প্রসঙ্গত, চলতি বছরে বিধানসভা নির্বাচনের পর থেকেই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি রোজকারনামচা হয়ে দাঁড়িয়েছিল। চলতি মাসের ৫ তারিখ থেকেও ফের জ্বালানির মূল্যবৃদ্ধি রেকর্ড হারে বেড়েছে। কিন্তু এরইমধ্যে করোনার কাঁটায় আর্থিকভাবে নাজেহাল মধ্যবিত্তরা। রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় বাজারও অগ্নিমূল্য। স্বাভাবিকভাবেই সংসার চালাতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।

advt 19

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...