Monday, January 12, 2026

বোধন থেকে অষ্টমীর অঞ্জলি সন্ধি পূজা থেকে দশমী, একনজরে ২০২১ সালে দুর্গাপুজোর নির্ঘন্ট

Date:

Share post:

বোধন থেকে অষ্টমীর অঞ্জলি সন্ধি পূজা থেকে দশমী, একনজরে ২০২১ সালে দুর্গাপুজোর নির্ঘন্ট

এবার মা দুর্গার ঘোটকে আগমন, ফল- ছত্রভঙ্গস্তুরঙ্গমে। অর্থাৎ দেবী ঘোড়ায় চেপে এলে বলা হয় চারিদিক ছত্রভঙ্গ হবে । শ্রী শ্রী দুর্গাদেবীর দোলা অর্থাৎ পালকিতে গমন, ফল– মড়ক।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে ২০২১ সালে দুর্গাপুজোর নির্ঘন্ট

পঞ্চমী — পঞ্চমী তিথি আরম্ভ– বাংলা– ২২ আশ্বিন, শনিবার। ইংরেজি– ৯ অক্টোবর, শনিবার। সময়– ভোর ৪টে ৫৭ মিনিট। পঞ্চমী তিথি শেষ– বাংলার– ২৩ আশ্বিন, রবিবার। ইংরেজি– ১০ অক্টোবর, রবিবার। সময়– রাত সওয়া ২টো। শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর পঞ্চমী বিহিত পূজা।

ষষ্ঠী– ষষ্ঠী তিথি আরম্ভ– বাংলা– ২৩ আশ্বিন, রবিবার। ইংরেজি– ১০ অক্টোবর, রবিবার। সময়– রাত ২টো ১৬ মিনিট। ষষ্ঠী তিথি শেষ– বাংলা– ২৪ আশ্বিন, সোমবার। ইংরেজি– ১১ অক্টোবর, সোমবার। সময়– রাত ১১টা ৫১ মিনিট। শ্রী শ্রী শারদীয়া দুর্গা ষষ্ঠী। সকাল ৯টা ২৭ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে সকাল ৭টা ০২ মিনিটের মধ্যে। পুনরায় ৮টা ২৯ মিনিট গতে ৯টা ২৭ মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ (তৃতীয় কল্প) ও ষষ্ঠী বিহিত পূজা প্রশস্তা। সায়ংকালে শ্রী শ্রী দুর্গাদেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস।

সপ্তমী— তিথি আরম্ভ– বাংলা– ২৪ আশ্বিন, সোমবার। ইংরেজি– ১১ অক্টোবর, সোমবার। সময়– রাত ১১টা ৫২ মিনিট। সপ্তমী তিথি শেষ– বাংলা– ২৫ আশ্বিন, মঙ্গলবার। ইংরেজি– ১২ অক্টোবর, মঙ্গলবার। সময়– রাত ৯টা ৪৮ মিনিট। দিবা ৯ টা ২৭ মিনিট মধ্যে কিন্তু বারবেলানুরোধে ৭ টা ০২ মধ্যে, পুনরায় ৮ টা ২৯ গতে ৯ টা ২৭ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। সপ্তম্যাদি কল্পারম্ভ (৪র্থ কল্প) ও সপ্তমী বিহিত পূজা প্রসস্তা। রাত্রি ১০ টা ৫৯ গতে ১১ টা ৪৭ মধ্যে কুলচারানুসারে শ্রী শ্রী শারদীয়া দেবীর অর্ধরাত্রি বিহিত পূজা।

অষ্টমী – অষ্টমী তিথি আরম্ভ – বাংলার – ২৫ আশ্বিন, মঙ্গলবার। ইং – ১২ অক্টোবর, মঙ্গলবার। সময় –রাত্রি ৯ টা ৪৯ মিনিট। অষ্টমী তিথি শেষ – বাংলার – ২৬ আশ্বিন, বুধবার। ইং – ১৩ অক্টোবর, বুধবার। সময় – রাত্রি ০৮ টা ০৮ মিনিট। দিবা ৯ টা ২৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ৮ টা ২৯ মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর মহাষ্টমী বিহিত পূজা, মহাষ্টম্যাদি কল্পারম্ভ (৫ম কল্প) এবং কেবল মহাষ্টমী কল্পারম্ভ প্রসস্তা (ষষ্ঠ কল্প)। বীরাষ্টমী এবং মাষ্টমী ব্রতোপবাস।

সন্ধি পূজা — রাত্রি ৭ টা ৪৪ গতে সন্ধিপুজা আরম্ভ। রাত্রি ০৮ টা ০৮ গতে বলিদান। রাত্রি ৮ টা ৩২ মধ্যে সন্ধিপুজা সমাপন। শ্রী শ্রী কালিকা দেব্যাবির্ভাব। মহিষমর্দিনী দেব্যাবির্ভাব। মহারাত্রি নিমিত্তানুষ্ঠান। কুমারী পূজা। 8/ 18
• সন্ধি পূজা – রাত্রি ৭ টা ৪৪ গতে সন্ধিপুজা আরম্ভ। রাত্রি ০৮ টা ০৮ গতে বলিদান। রাত্রি ৮ টা ৩২ মধ্যে সন্ধিপুজা সমাপন। শ্রী শ্রী কালিকা দেব্যাবির্ভাব। মহিষমর্দিনী দেব্যাবির্ভাব। মহারাত্রি নিমিত্তানুষ্ঠান। কুমারী পূজা।

নবমী – নবমী তিথি আরম্ভ – বাংলার – ২৬ আশ্বিন, বুধবার। ইং – ১৩ অক্টোবর, বুধবার। সময় – রাত্রি ০৮ টা ০৯ মিনিট। নবমী তিথি শেষ –- বাংলার – ২৭ আশ্বিন, বৃহস্পতিবার। ইং – ১৪ অক্টোবর, বৃহস্পতিবার। সময় – রাত্রি ৬ টা ৫৩ মিনিট। দিবা ৯ টা ২৭ মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর নবমী বিহিত পূজা এবং কেবল মহানবমী কল্পে (৭ম কল্প) পূজা প্রসস্তা। শারদীয়া নবরাত্রিকা ব্রত সমাপন।

দশমী – দশমী তিথি আরম্ভ – বাংলার – ২৭ আশ্বিন, বৃহস্পতিবার। ইং – ১৪ অক্টোবর, বৃহস্পতিবার। সময় – রাত্রি ৬ টা ৫৪ মিনিট। দশমী তিথি শেষ – বাংলার – ২৮ আশ্বিন, শুক্রবার। ইং – ১৫ অক্টোবর, শুক্রবার। সময় – সন্ধ্যা ৬ টা ০৩ মিনিট। দিবা ৯ টা ২৭ মধ্যে কিন্তু বারবেলানুরোধে দিবা ০৮ টা ২৯ মিনিট মধ্যে শ্রী শ্রী শারদীয়া দুর্গাদেবীর দশমী বিহিত পূজা ও বিসর্জন প্রসস্তা। শ্রী শ্রী বিজয়া দশমী কৃত্য, কুলচারানুসারে বিসর্জনান্তে শ্রী শ্রী অপরাজিতা পূজা।

advt 19

 

spot_img

Related articles

জাতীয় যুব দিবস ২০২৬: নেতৃত্ব বিকাশ ও জাতি গঠনে যুব অংশগ্রহণে করতে MY Bharat-NSS

যুব সম্পৃক্ততা বৃহৎ পরিসরে: আমার ভারত (MY Bharat) ও জাতীয় সেবা যোজনা (NSS)-এর মতো প্ল্যাটফর্ম জেলা ও প্রাতিষ্ঠানিক...

স্বামীজির জন্মদিবসে সিমলা স্ট্রিটে তৃণমূল-বিজেপি, রাজনৈতিক সৌজন্যের ছবি

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে যুবদিবস রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর রাজ্য প্রশাসনের তরফে এই দিনটিকে মহা সমারোহে পালন...

SIR- র শুনানিতে খেলোয়াড়দের হায়রানি অব্যাহত, তলব লক্ষ্মীরতনকে

মহম্মদ শামির পর  SIR- র শুনানিতে এবার ডেকে পাঠানো হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন...

SIR- র নামে খেলোয়াড়দের হেনস্থা, প্রতিবাদে পথে নামলেন ক্রীড়াবিদরা

SIR- র নামে বাংলার খেলোয়াড়দের হেনস্থার অভিযোগ তুলে প্রতিবাদে সামিল বাংলার প্রাক্তন খেলোয়াড়রা (Ex Sportsman)। ভবানীপুর ক্লাবের সামনে...