এবার পুজোয় সুপারহিট “টুকরো টুকরো গল্প”

একটা সময় ছিল যখন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্রপাঠের মতোই বাঙালি চিন্তনে মননে হৃদয়ে আগমনীবার্তার ধারক – বাহক ছিল মৌলিক বাংলা গান |পুজো ও বাংলা গান একসময়ে ছিল প্রায়সমার্থক | *হিজ মাস্টার্স ভয়েস* ,*সারেগামাপা*-রা দীর্ঘদিন সুনিপুনভাবে সেই কৌলিন্য বহন করে গেছেন | কিন্তু সময় প্রবহমান। ধীরে ধীরে টেপ রেকর্ডার,ক্যাসেট ক্রমে উন্নীত হয়েছে ডিজিটাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে মানুষের একটা আঙ্গুলের ছোঁয়াতেই সবকিছুই অতি সহজে প্রবাহিত হয়ে যায় মানবমনে,মানব চেতনায়। কিন্তু মৌলিক বাংলা গানের আমেজটা -আবহটা বা আবেশটার বদল হয়নি।

সেই আমেজটাকে মাথায় রেখেই এবারে পুজোয় প্রকাশিত হতে চলেছে মৌলিক বাংলা গান “টুকরো টুকরো গল্প”। গীতিকার কবি রেহান কৌশিক, সুরকার রূপঙ্কর বাগচী, গানটি গেয়েছেন রূপঙ্কর বাগচী এবং তৃষিতা গুহঠাকুরতা | গানটির আবহ নির্মাণ করেছেন বিজন – টিনটিন এবং দৃশ্যায়নের দায়িত্বে সায়ন্তন দে | ব্যান্ডেলের এস.কে স্টুডিও থেকে রেকর্ড হওয়া গানটি মিউজিয়ানা কালেকটিভের ইউটিউব চ্যানেলে আসতে চলেছে পঞ্চমীতেই |

শারদপ্রকৃতিতে যেভাবে দেবীর আগমনী বার্তার সাথে সাথে পরিচিত দৃশ্যকল্পগুলো অচেনা হয়ে গিয়ে কোনো অদৃশ্য জাদুকাঠির স্পর্শে প্রেমের আবহকে সুনিপুনভাবে গড়ে তোলে, “টুকরো টুকরো গল্প”-রাও সেই জাদুকাঠি হয়ে সকল শ্রোতার হৃদয় মেহফিলে অনুরণিত হোক | বাংলা গান বিবর্তিত হয়ে তার মূল আমেজ টাকে ধরে রেখে পৌঁছে যাক কোটি কোটি মানুষের হৃদয়ে।

advt 19

 

 

Previous articleবোধন থেকে অষ্টমীর অঞ্জলি সন্ধি পূজা থেকে দশমী, একনজরে ২০২১ সালে দুর্গাপুজোর নির্ঘন্ট
Next articleউপনির্বাচনে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় কেন নেই জানিয়ে দিলেন বাবুল