মহাসমারোহে চেন্নাইয়ে মহাসপ্তমীর সকালে নবপত্রিকা স্নান

Chennai napatrika snan on the morning of Mahasaptami

প্রদ্যুৎকুমার ঘোষ : সমুদ্র বন্দর শহর চেন্নাইয়েও মহাসমারোহে মহাসপ্তমীর সকালে হল নবপত্রিকা স্নান। সমস্ত দুর্গাপুজো (Durga Puja) সংগঠন সকাল থেকেই চেন্নাইয়ের বিভিন্ন তটে নবপত্রিকা তথা কলাবউ স্নান দিয়ে সপ্তমী পূজার সূচনা করেন। সাউথ মাদ্রাজ কালচারাল অ্যাসোসিয়েশন (SMCA) তাদের নবপত্রিকা স্নান করায় বেসান্ত নগরের ইলিয়ট বিচে। ভোর থেকেই সংগঠনের সদস্যরা পুজোর কাজে হাত লাগান। যেহেতু চেন্নাইয়ে এখনও কোভিড বাধি রয়েছে, সেহুতু সমস্ত আনুষ্ঠানই Covid সতর্কতা মেনেই পরিচালনা করা হয়। মহাদেব ভট্টাচার্য ও বুদ্ধদেব ভট্টাচার্য এই দুর্গাপুজোর পুরোহিত। পুজোর ভোগ রান্না করেন
চন্দ্রানী ভট্টাচার্য।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর বই, উৎসব সংখ্যা রেকর্ড বিক্রি

advt 19

 

Previous articleকলকাতার বুর্জ খালিফার আলো চোখ ধাঁধাচ্ছে পাইলটদের, দায়ের হল অভিযোগ
Next articleপুজোয় “মমতাময়ী” ক্যান্টিনে নিখরচায় অসহায়দের জন্য পেটপুরে মাংস-ভাতের আয়োজন তৃণমূল নেতার