Tuesday, August 26, 2025

রকমারি ইলিশের পদ, কচি পাঁঠার ঝোল!‌ আপনার বাড়িতে যেভাবে পৌঁছে যাবে সরকারি রান্না

Date:

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই খাদ্যরসিক বাঙালির ভুরিভোজ। এবার পুজোর দিনগুলিতে আপনার পছন্দের পদ সরাসরি পৌঁছে যাবে আপনার দরজায়। একেবারে রাজ্য সরকারি উদ্যোগে গুণমান সম্পন্ন মুখরোচক খাবার।

শুধু অর্ডার করুন। এবার পুজোয় বাড়ি বসে কলকাতার নামী-দামী ৭টি রেস্তোরাঁর বাঙালি কুইজিন একদম আপনার হাতে চলে আসছে পুজোর ৫ দিন ধরে। রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগ।

রকমারি খাবারের স্বাদ নিতে যা করতে হবে আপনাকে…

এবার পুজোয় প্রথমবার, ফোন বা হোয়াটস অ্যাপ করে বাড়িতে আনিয়ে নিন পছন্দের বাঙালি খাবার। এর আগে মহালয়া ও রথের দিন পাইলট প্রজেক্ট নেওয়া হয়েছিল। কিন্তু তা ছিল মাত্র এক দিনের। এবার একটানা ৫দিন। ষষ্ঠী থেকে যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। তবে শর্ত একটাই, পরের দিনের দুপুরের জন্য আগের দিন রাত ৯ টার মধ্যে এবং রাতে খাবার চাইলে সেদিন সকাল ১০টার মধ্যে জানতে হবে।

নম্বর: ৯১৬৩৩২৩৫৫৬/৯১৬৩৩১২৮০৮/৮১৭০৮৮৭৯৪১ এবং ৬২৯০২২৫৮৫৯। যেহেতু ষষ্ঠী, সপ্তমী পেরিয়ে গেছে তাই এই প্রতিবেদনে অষ্টমীর রাত থেকে কী কী পাবেন জানানো হল।

(১) অষ্টমী: খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস ও মিষ্টি পান। দাম ২৫০ টাকা।

(৩) নবমী: সরু চালের ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফিশ ফ্রাই, কচি পাঁঠার ঝোল, চাটনি, মিষ্টি দই এবং মিষ্টি পান। দাম পড়বে ৪২৫ টাকা।

(৪) দশমী: মেনু নবমীর মতই। তবে শেষ পাতে থাকছে মিষ্টি চমক। ৩৫০ টাকার এই প্লেটে মিষ্টি হিসেবে পাবেন ১ পিস শক্তিগড়ের ল্যাংচা, রানাঘটের পান্তুয়া, বাংলার রসগোল্লা এবং ১০০ গ্রাম করে বর্ধমানের সীতাভোগ ও মিহিদানা।

আরও পড়ুন- পুজোয় “মমতাময়ী” ক্যান্টিনে নিখরচায় অসহায়দের জন্য পেটপুরে মাংস-ভাতের আয়োজন তৃণমূল নেতার

 

 

 

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...
Exit mobile version