Sunday, January 11, 2026

নারকেলডাঙায় পুরনো বাড়ি ভেঙে মৃত ১ শ্রমিক, আহত ৩

Date:

Share post:

ফের বাড়ি ভেঙে ভয়াবহ দুর্ঘটনা তিলোত্তমায়। সপ্তমীর সকালে নারকেলডাঙা সংলগ্ন ক্যানাল ইস্ট রোডে একটি কারখানার ছাদ ভেঙে পড়ে। দুর্ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহত অবস্থায়  চারজনকে উদ্ধার করে এনআরএস হাসপাতালে নিয়ে যায় পুলিশ। তাঁদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।  মৃত শ্রমিকের নাম আলাউদ্দিন গাজী।এখনও উদ্ধারকার্য চলছে বলে খবর।

আরও পড়ুন:নবান্নের ১৪ তলায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

জানা গিয়েছে, পুরনো পরিত্যক্ত বাড়ি ভাঙার কাজ চলছিল। সেই কাজেই নিযুক্ত ছিলেন কয়েকজন শ্রমিক। সপ্তমীর দিনও কাজ চলছিল। সেই সময় আচমকাই ভেঙে পড়ে ছাদের একাংশ। তাতেই চারজন নির্মাণকর্মী আহত হন। বহুদিন ধরেই রক্ষণাবেক্ষণ হয়নি পুরনো বাড়িটিতে। ফলে গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করেই নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। বাকিদের চিকিৎসা চলছে।

সম্প্রতি কলকাতার বেশ কিছু এলাকায় পুরনো পরিত্যক্ত বাড়ি ভাঙার খবর উঠে এসেছে। পুজোর মুখেই কিছুদিন আগেই জোড়াসাঁকোয় বাড়ি ভেঙে মৃত্যু হয় ২ জনের। উত্তর কলকাতার জোড়াসাঁকোর ওই পুরনো বাড়ির একাংশ ভেঙে পড়ে। মৃতদের মধ্যে এক জন বাইক চালক ছিলেন। অপর জন পথচারী।অন্যদিকে, একটানা বৃষ্টিতে আহিরীটোলায় বাড়ি ভেঙে বড়সড় বিপর্যয়ের ঘটনা ঘটে। মৃত্যু হয় তিন বছরের শিশু-সহ দুজনের। মৃত্যু হয়েছে ৫২ বছরের এক প্রৌঢ়ারও। প্রায় আট ঘণ্টা পর উদ্ধারকাজ শেষ হয়। চার জন মূলত একেবারে ভিতরের দিকে আটকে পড়েছিল। উদ্ধার হওয়া আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।
advt 19

spot_img

Related articles

আর কতদিন BLO-দের মোমবাতি মিছিল: জবাব চেয়ে নির্বাচন কমিশন দফতরের বাইরে বিক্ষোভ

একের পর এক মৃত্যু অব্যাহত। কেউ কাজের চাপে অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। কেউ আত্মঘাতী হতে বাধ্য হচ্ছেন। অথচ...

দুই মলাটে অলোকের আত্মজীবনী, উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাঁট

প্রকাশিত হল  প্রাক্তন ফুটবলার আলোক মুখোপাধ্যায়ের(Alok Mukherjee) আত্মজীবনী 'লাল কার্ডের বাইরে'।   রবিবার কলকাতার ক্রীড়া সাংবাদিক ক্লাবে এই বই...

বহিরাগত এনে তৃণমূল সমর্থকদের মার! উত্তপ্ত ভাঙড়

ফের বহিরাগত তাণ্ডব ভাঙড়ে(Bhangar Violence)। নির্বাচনের আগে বহিরাগতদের এলাকায় ঢুকিয়ে এলাকার শান্তি শৃঙ্খলা নষ্টের চেষ্টা প্রতিবারই করে একদল...

ইডিকে দিয়ে ওয়াটার গেট-২.০ কেলেঙ্কারি! পদত্যাগ করবেন মোদি-শাহ, প্রশ্ন তৃণমূলের

এ তো মোদি-শাহের ওয়াটার গেট কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারি ২.০। ১৭ জুন, ১৯৭২-এর পর ৮ জানুয়ারি, ২০২৬। এবার...