ফের উৎসবের মরশুমে উত্তরবঙ্গ পাড়ি দিচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবন সূত্রে খবর, আজ মঙ্গলবার উত্তরবঙ্গে রওনা দেবেন রাজ্যপাল। দু’সপ্তাহ সেখানে থাকবেন তিনি। একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। টুইটারে তাঁর উত্তরবঙ্গ সফরের কথা নিয়েই জানিয়েছেন ধনকড়।

টুইটারে রাজ্যপাল লিখেছেন, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় দু’সপ্তাহের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় তিনি উত্তরবঙ্গে পৌঁছবেন।”

আরও পড়ুন:মায়ের বোধনেই লক্ষ্মীলাভ”! ”লক্ষ্মীর ভাণ্ডার”-এ টাকা ঢুকল মহিলাদের অ্যাকাউন্টে

প্রসঙ্গত, এর আগে গত জুন মাসে রাজ্যে “ভোট পরবর্তী হিংসা” এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে প্রায় এক সপ্তাহ উত্তরবঙ্গে ছিলেন রাজ্যপাল।

WB Governor Shri Jagdeep Dhankhar will be on a two week visit to North Bengal. Governor Dhankhar will reach Bagdogra Airport at 10.30 am tomorrow.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 11, 2021