Monday, August 25, 2025

এবার বিয়ের মতো ব্যক্তিগত বিষয়েও নাক গলাতে চাইছে RSS! কী বলছেন ভাগবত?

Date:

এবার বিয়ের মতো ব্যক্তিগত বিষয়েও নাক গলাতে চাইছে রাষ্ট্রীয় সেবক সংঘ(RSS)। আরএসএস প্রধান মোহন ভাগবত(Mohan Bhagwat) বলছেন, বিয়ের কারণে অনেক হিন্দু যুবক-যুবতী নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করছেন, যা উচিত নয়। তাঁর মতে,  যাঁরা এটা করছেন, তাঁরা ভুল করছেন।

আরও পড়ুন: শিশু-কিশোরদের টিকাকরণের অনুমতি কেন্দ্রের, চূড়ান্ত ছাড়পত্র দেবে DCGI

মঙ্গলবার উত্তরাখণ্ডের(Uttarakhand) হলদওয়ানিতে সংঘ পরিবারের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে দলের কর্মীদের সন্তানদের মধ্যে পারিবারিক মূল্যবোধ গড়ে তোলার উপরে জোর দেন আরএসএস। তিনি বলেন, “ছোটদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে। বোঝাতে হবে, কেবল বিয়ের মতো ক্ষুদ্র স্বার্থের জন্য অন্য ধর্ম গ্রহণ করা ভুল।” তিনি বলেছেন, নিজের ধর্ম, ঐতিহ্য পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন বাবা-মায়েরা। তাই বিয়ের মতো কারণে ধর্ম পরিবর্তন ঘটছে। বাড়িতেই দিতে হবে ধর্ম ও সংস্কারের পাঠ।

আরও পড়ুন: বিনাপয়সায় টিকা, তাই তেল কিনতে বেশি টাকা দিতেই হবে, এমনই যুক্তি মোদির মন্ত্রীর

হিন্দু সমাজকে শক্তিশালী করতে সমাজের পিছিয়ে পড়া অংশকেও পাশে টানার আহ্বান জানান আরএসএস প্রধান। তাঁর কথায়, “জাতের ভিত্তিতে ভেদাভেদ করা কখনওই উচিত নয়।” তিনি নির্দেশ দেন, মানুষে-মানুষে কোনও পার্থক্য যাতে না থাকে। মোহন ভাগবত বলেন, “মানুষে-মানুষে কোনও পার্থক্য রয়েছে, এই বোধ মুছে ফেলতে পারলে তবেই দেশ তথা হিন্দু সমাজের জাগরণ সম্ভব হবে।”

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version