৬০ হাজারের গণ্ডি পেরিয়ে ফের শিখরে শেয়ার বাজার, ৪৫২ পয়েন্ট বাড়ল সেনসেক্স

🔹সেনসেক্স ৬০,১৬১.৭৫ (⬆️ ০.৭৫%)

🔹নিফটি ১৮,১৬১.৭৫ (⬆️ ০.৯৪%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখাচ্ছে শেয়ার বাজার। উন্নতির ধারা অব্যাহত রেখে ৬০ হাজারের গণ্ডি পারিয়ে নয়া রেকর্ড গড়েছিল সেনসেক্স। মাঝে কিছুটা ধাক্কা খেলেও সেই ধারা অব্যাহত রেখে বুধবার ফের রেকর্ড গড়লো বাজার। এদিন ৪৫২ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে মাত্র ১৬৯ পয়েন্ট।

বুধবার বাজার খোলার পর থেকে ঊর্ধ্বমুখী হতে থাকে সেনসেক্সের সূচক। বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় করোনা পরিস্থিতির মাঝে উন্নতির ধারা অব্যাহত রেখে ৪৫২ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৪৫২.৭৪ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬০,১৬১.৭৫। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ১৬৯.৮০ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৮,১৬১.৭৫।

advt 19

 

Previous articleকাশ্মীর সমস্যার সমাধান না হলে দক্ষিণ এশিয়ায় শান্তি ফিরবে না, বার্তা পাক বিদেশমন্ত্রীর
Next articleকাকাকে দেখে আবেগঘন কাজল , পুজোর আনন্দে এক বিরল ঘটনার সাক্ষী মুখার্জি পরিবার