করোনাকালে তিথি মেনেই ছোট পরিসরেই পুজো ডরসেটে

ডা: সন্দীপ মুখোপাধ্যায়, ডরসেট (ইংল্যান্ড): বিশ্বজুড়েই অতিমারি পরিস্থিতি। তার মধ্যেই তিথি মেনে চলছে দুর্গাপুজো (Durga Pujo)। রাজ্যে বা এদেশে পুজোর নির্ঘণ্ট মেনে দেবী আরাধনা হলেও, বিদেশে অনেক সময় সেটা সম্ভব হয় না। তবে ইংল্যান্ডের (England) ডরসেট ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন তিথি মেনেই দুর্গাপুজো করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে, পরিসর অত্যন্ত কম। শুধুমাত্র অ্যাসোসিয়েশনের সদস্য কুড়িটি বাঙালি পরিবার মিলে এই পুজো করছে।

 

ইংল্যান্ডের দক্ষিণ উপকূল অবস্থিত সুন্দর সাজানো ছবির মত জনপদ ডরসেট (Dorset)। লন্ডন থেকে দু’ঘণ্টা গাড়ি চালিয়ে পৌঁছে যাওয়া যায়। 2016 থেকেই কলকাতা থেকে প্রতিমা এনে পুজো হয় এখানে। এবারও তার ব্যতিক্রম হয়নি। তবে ছোট পরিসরে হলেও পুজোর আনন্দ এতটুকু ম্লান হয়নি ডিআইএ-র পুজোতে।

advt 19

 

Previous articleপদ্মপাতায় পাঁঠার ঝোলে বাঁকুড়ার সেন পরিবারে দুর্গাপুজো পালন
Next articleবিকেল ৪টে থেকে শিয়ালদহগামী ট্রেন দাঁড়াবে না বিধাননগরে