Tuesday, August 26, 2025

চেন্নাই সুপার কিংস: ১৯২/৩
কলকাতা নাইট রাইডার্স: ১৬৫/৯
২৭ রানে জয়ী চেন্নাই সুপার কিংস

ফের চ্যাম্পিয়ন। এই নিয়ে চতুর্থবার। ২০১০, ২০১১ ও ২০১৮ এর পর ২০২১ এও আইপিএল সেরার মুকুট মাথায় পরল ধোনির চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে মর্গ্যানের কলকাতাকে বেলাইন করে দুরন্ত গতিতে নিজেদের গন্তব্যে পৌঁছে গেল ধোনির চেন্নাই এক্সপ্রেস।

শুক্রবারের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে চেন্নাইকে ব্যাট করতে পাঠায় মর্গ্যান। প্রথমে ব্যাট করতে নেমে ঝড় তোলে চেন্নাইয়ের ওপেনিং জুটি। ২৭ বলে ৩২ রান করে মাঠ ছাড়েন ঋতুরাজ। এরপর ঝোড়ো ব্যাটিং শুরু করেন ডু প্লেসি। মাত্র ৫৯ বলে ৮৬ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। স্কোরবোর্ডে ৩১ ও ৩৭ রান যোগ করেন উথাপ্পা ও মঈন আলি। এদিন চেন্নাইকে আটকাতে সম্পূর্ণ ব্যর্থ হন নাইট বোলাররা। দুটি উইকেট পান সুনীল নারিন। একটি মাত্র উইকেট পান শিবম মাভি। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৯২ রানের পাহাড় কলকাতার সামনে রাখে তিনবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই শুরু করে কলকাতা। প্রথম থেকেই নিজের মেজাজে ইনিংস শুরু করেন ভেঙ্কটেশ। সঙ্গে যোগ্য সঙ্গ দেন শুভমন। কিন্তু ৫০ রান করেই রবীন্দ্র জাদেজার হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন ভেঙ্কটেশ। গিলও ফেরেন ৫১ রান করেই। এরপরেই ভেঙে পড়ে কলকাতার ব্যাটিং লাইন আপ। শুন্য রানে ক্রিজ ছাড়েন নীতিশ রানা। ২ করে আউট হন সুনীল নারিন। ব্যাট হাতে এদিনও ব্যর্থ হন নাইট অধিনায়ক মর্গ্যান। মাত্র ৪ রান করেন তিনি। এরপর যথাক্রমে ৯, ০,২ রানে মাঠ ছাড়েন দীনেশ কার্তিক, সাকিব আল হাসান ও রাহুল ত্রিপাঠি। এককথায় চেন্নাই বোলিং এর সামনে একবারেই তাসের ঘরের মত ভেঙে পড়ে কলকাতার ব্যাটিং। একেবারেই সহজ জয় তুলে নেয় চেন্নাই সুপার কিংস। ২৭ রানে সহজ জয় তুলে নেয় চেন্নাই।

আরও পড়ুন- দ্রুত সুস্থ হচ্ছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, জানাল এইমস

 

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version