Thursday, August 28, 2025

দশমীর সকাল থেকেই মন খারাপ বাংলার। চারদিনের পুজো (Pujo) শেষে আজ দেবীর কৈলাসে ফেরার পালা। সকাল থেকেই তিথি এবং পারিবারিক নিয়ম মেনে বিভিন্ন বনেদি বাড়িতে হয় দেবীবরণ- সিঁদুরখেলা। তারপর গঙ্গা-সহ বিভিন্ন নদীর ঘাটে বিসর্জন।

বিভিন্ন বনেদি বাড়ির বিভিন্ন রকম নিয়ম। যেমন, শোভাবাজার রাজবাড়িতে প্রতিমা বিসর্জনের আগেই নীলকন্ঠ পাখি ওড়ানোর রীতি রয়েছে। সেই পাখিই নাকি কৈলাসে গিয়ে দেবীর আগমনের বার্তা শোনাবে মহাদেবকে। তবে নিষেধাজ্ঞার ফলে এখন আর নীলকন্ঠ পাখি ওড়ানো যায় না। এখন সোলার প্রতীকী নীলকন্ঠ পাখি বেলুনে বেঁধে উড়িয়ে দেন পরিবারের সদস্যরা।

জলপাইগুড়ি রাজবাড়িতে আবার বন্দুকের গুলি ছুড়ে উমা বিদায়ের ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বিজয়ায় মিষ্টির জন্য দোকানে দোকানে লম্বা লাইন 

কোচবিহারের দেবীবাড়ির পুজোয় রশিতে টেনে ঘাটে নিয়ে যাওয়া হয় প্রতিমা। প্রথা মেনে মূল কাঠামো অক্ষত রেখে প্রতিমার দুটি হাত, পায়ের পাতা, অসুর, বাঘ, সিংহকে কেটে করে যমুনা দিঘির জলে বিসর্জন দেওয়া হয়।

শুক্রবার সকাল থেকেই গঙ্গার ঘাটে শুরু হয়েছে প্রতিমা বিসর্জন। করোনা আবহে রয়েছে নিয়মের কড়াকড়ি। মণ্ডপ থেকে সরাসরি প্রতিমা আনা হচ্ছে গঙ্গার ঘাটে। শোভাযাত্রার অনুমতি নেই। ঘট বিসর্জনের জন্য মাত্র ৩ জন গঙ্গায় নামতে পারছেন। নজরদারি চালাচ্ছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version