Friday, November 14, 2025

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

Date:

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে – সেই চেনা ছবির পুনরাবৃত্তি জুলাই মাসের ১৮ তারিখে। কারণ ওই দিনেই দেশের প্রধানমন্ত্রীর সম্ভাব্য বঙ্গসফর নির্ধারিত হয়েছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, বারাসত, বনগাঁ, বারাকপুর, কলকাতা উত্তর – এই চার সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। মে মাসে উত্তরবঙ্গে সভার পর এবার দক্ষিণবঙ্গে ভোটের প্রচার শুরু করতেই বিজেপির এই কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

চলতি মাসের তৃণমূলের শহিদ দিবস ঘিরে চূড়ান্ত উন্মাদনা রাজ্যের বিভিন্ন প্রান্তে। একুশে জুলাইয়ের ঠিক তিন দিন আগে মোদির বঙ্গসফরে রাজনীতির ইঙ্গিত স্পষ্ট। সারা বছর জনগণের থেকে বিচ্ছিন্ন গেরুয়া দলের কর্মসূচি নিয়ে অবশ্য বিন্দুমাত্র বিচলিত নয় রাজ্যের শাসক দল। আগামী বছর বাংলার বিধানসভা নির্বাচন (Assembly election)। প্রতিবারের মতো এবারও পশ্চিমবঙ্গ দখলে মরিয়া পদ্ম শিবির। সম্প্রতি বঙ্গ বিজেপিতে বেশ কিছু রদবদল করা হয়েছে। সুকান্ত মজুমদারের পর রাজ্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যসভার সাংসদ তথা ‘আদি’ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। কিন্তু তাতেও ভোট ভাগ্য ফিরবে কিনা তা নিয়ে নিশ্চিত হতে পারছে না দিল্লির কেন্দ্রীয় নেতারা। বাংলায় বিজেপির এতটাই দুর্বল দশা যে ভোকাল টনিক দিতে আসতে হচ্ছে খোদ প্রধানমন্ত্রীকে। এমনিতেই দক্ষিণবঙ্গে বিজেপির সাংগঠনিক ভিত মজবুত নয়। বিজেপি সূত্রে খবর, আগামী ১৮ জুলাই কলকাতায় আসছেন মোদি। দমদম সেন্ট্রাল জেলের মাঠে অথবা বারাসতের কোথাও জনসভা হতে পারে।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version