খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত জয়সওয়াল। শুক্রবার সকালে এক সাংবাদিক বৈঠকে ললিত বলেন, “ইলেকট্রনিক মিডিয়ায় দেখলাম ভীম আমাকে জালি অ্যাডভোকেট বলেছেন। আমি ২৫ বছর প্র্যাকটিস করছি। ওঁর এই মন্তব্যে আমার সম্মানহানি হয়েছে। আমি আগামী সোমবার আদালতে ভীমবাবুর বিরুদ্ধে এই মন্তব্যের জন্য মামলা দায়ের করব। এদিকে, রাস্তায় ফেলে মারে অভিযুক্ত তৃণমূল (TMC) নেত্রী বেবি কোলে (Baby Kole) ও তাঁর সঙ্গীরা অনিল দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন। পাল্টা স্বামীর উপর আক্রমণের বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন অনিলের স্ত্রী সুস্মিতা দাস।
আইনজীবী ললিত জয়সওয়ালের অভিযোগ, “ভীমবাবু মানসিক ভারসাম্য হারিয়েছেন। উনি কখনও রেশমীকে, কখনো পুলিশকে, আবার কখনও আমাকে দোষারোপ করছেন। এই এলাকায় একশো দোকানদার আছে। ওইদিন ঘটনার সময় তারা দেখেছে আমি কোথায় ছিলাম।”
বেবি কোলে ও সঙ্গীদের অভিযোগ, অনিল দাসের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগে এফআইআর রয়েছে।
এদিকে স্বামীকে রাস্তায় ফেলে মারধরের বিচার চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখছেন খড়্গপুরের প্রবীণ বাম-নেতা অনিল দাসের (Anil Das) স্ত্রী সুস্মিতা। তিনি বলেন, ‘‘আমি আতঙ্কিত, স্বামীকে মারধরের বিচার পাবো তো? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বিচার চেয়ে আবেদন জানিয়েছি।” অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি শুক্রবার সন্ধেয় খড়্গপুরের ভান্ডারীচকে সভা করে খড়্গপুর নাগরিক সমাজ। যেখানে দল, মত নির্বিশেষে বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
–
–
–
–
–
–
–
–
–
–