Saturday, August 23, 2025

দোরগড়ায় জোড়া নিম্নচাপ, মোকাবিলায় নবান্ন’র চিঠি কলকাতায়, জেলায়

Date:

ফের দোরগড়ায় দুর্যোগের বার্তা শুনিয়েছে আবহাওয়া অফিস৷ বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের প্রভাবে বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়৷ জোড়া নিম্নচাপের প্রভাবে ভাসবে দক্ষিণবঙ্গের জেলাগুলি, জানিয়েছে হাওয়া অফিস৷

এই পূর্বাভাসের পরই আসন্ন দুর্যোগ মোকাবিলায় কলকাতা পুরসভা-সহ সমস্ত জেলাশাসকদের চিঠি দিয়েছে নবান্ন৷ নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের৷ নিম্নচাপের জেরে রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া৷ সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে৷ বৃষ্টিপাতের ফলে সাধারণ মানুষকে যাতে দুর্ভোগে পড়তে না হয়, তার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা পুরসভা ও সমস্ত জেলাশাসকদের৷ ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ মাঝ সমুদ্রে থাকা মৎস্যজীবীদের রবিবার রাতের মধ্যেই ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে৷ পর্যটকদেরও সমুদ্রে যেতে বারণ করা হয়েছে৷ রবিবার দক্ষিণ ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে কমলা অ্যালার্ট জারি করা হয়েছে৷ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ সোমবার হাওড়া, হুগলি ও দুই ২৪ পরগণায় বৃষ্টির পরিমাণ বাড়বে৷ মঙ্গলবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং- সহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে৷ জল জমলে যাতে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন না হয় তার জন্য আগাম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে বিপর্যয় মোকাবিলা দফতর৷

আরও পড়ুন:১৭ অক্টোবর, রবিবারের বাজার দর

 

 

Related articles

বাংলা দখলে প্রধানমন্ত্রীর ‘হতাশার আর্তনাদ’! ভিডিও দেখিয়ে তোপ তৃণমূলের

বাংলার মানুষকে দিনের পর দিন বঞ্চিত রেখে বাঙালির কাছেই ভোট ভিক্ষা! বাঙালিকে একের পর এক রাজ্যে হেনস্থা করে...

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...
Exit mobile version