Wednesday, August 27, 2025

পুজো মিটতেই উপনির্বাচনের প্রস্তুতি, লক্ষ্মী পুজোর পর প্রচারে অভিষেক

Date:

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও বাঙালির সর্বশেষ্ঠ উৎসব দুর্গাপুজো(DurgaPuja) উপলক্ষে এই কয়েকটা দিন সমস্ত রকম রাজনৈতিক প্রচার বন্ধ রেখেছিল দলগুলি। তবে পুজো পর্ব মিটতেই এবার নির্বাচনী প্রচারের প্রস্তুতি শুরু হয়ে গেল। আগামী ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটা-এই চার কেন্দ্রের উপনির্বাচন। এই কেন্দ্রগুলিতে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই প্রচারসূচি চূড়ান্ত করে ফেলেছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শেষ থেকেই প্রচার শুরু করবেন অভিষেক।

আরও পড়ুন:মঙ্গলবার সকালেই সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়

জানা যাচ্ছে, আগামী ২৩ অক্টোবর থেকে খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটার প্রচার শুরু করে দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ অক্টোবর লক্ষ্মীপুজো। লক্ষ্মীপূজো মিটলেই ২৩ থেকে শুরু হচ্ছে প্রচার। প্রথমেই খড়দহ। ওইদিনই গোসাবা। তার পর ২৫ তারিখ দিনহাটা। এরপর ২৬ তারিখে যাওয়ার কথা শান্তিপুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অন্যান্য নেতৃত্বরও প্রচার সূচী প্রস্তুত রাখা হচ্ছে। তারকা প্রচারকদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারসূচিও প্রস্তুত করছে দল।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন দুর্গোৎসবের মধ্যে কোনওরকম প্রচার না রাখার জন্য। সেইমতো ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত কোনওরকম প্রচার কর্মসূচী রাখা হয়নি তৃণমূলের তরফে। উৎসবের মাঝে এই সময়কালে জনসংযোগ জারি রেখেছিল তৃণমূল নেতৃত্বরা। এবার ৪ কেন্দ্রে উপনির্বাচনকে হাতিয়ার করে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করে দিতে চলেছে ঘাসফুল শিবির।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version