Sunday, November 16, 2025

পুজো মিটতেই উপনির্বাচনের প্রস্তুতি, লক্ষ্মী পুজোর পর প্রচারে অভিষেক

Date:

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও বাঙালির সর্বশেষ্ঠ উৎসব দুর্গাপুজো(DurgaPuja) উপলক্ষে এই কয়েকটা দিন সমস্ত রকম রাজনৈতিক প্রচার বন্ধ রেখেছিল দলগুলি। তবে পুজো পর্ব মিটতেই এবার নির্বাচনী প্রচারের প্রস্তুতি শুরু হয়ে গেল। আগামী ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটা-এই চার কেন্দ্রের উপনির্বাচন। এই কেন্দ্রগুলিতে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই প্রচারসূচি চূড়ান্ত করে ফেলেছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শেষ থেকেই প্রচার শুরু করবেন অভিষেক।

আরও পড়ুন:মঙ্গলবার সকালেই সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়

জানা যাচ্ছে, আগামী ২৩ অক্টোবর থেকে খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটার প্রচার শুরু করে দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ অক্টোবর লক্ষ্মীপুজো। লক্ষ্মীপূজো মিটলেই ২৩ থেকে শুরু হচ্ছে প্রচার। প্রথমেই খড়দহ। ওইদিনই গোসাবা। তার পর ২৫ তারিখ দিনহাটা। এরপর ২৬ তারিখে যাওয়ার কথা শান্তিপুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অন্যান্য নেতৃত্বরও প্রচার সূচী প্রস্তুত রাখা হচ্ছে। তারকা প্রচারকদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারসূচিও প্রস্তুত করছে দল।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন দুর্গোৎসবের মধ্যে কোনওরকম প্রচার না রাখার জন্য। সেইমতো ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত কোনওরকম প্রচার কর্মসূচী রাখা হয়নি তৃণমূলের তরফে। উৎসবের মাঝে এই সময়কালে জনসংযোগ জারি রেখেছিল তৃণমূল নেতৃত্বরা। এবার ৪ কেন্দ্রে উপনির্বাচনকে হাতিয়ার করে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করে দিতে চলেছে ঘাসফুল শিবির।

 

Related articles

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...
Exit mobile version