Saturday, November 15, 2025

পুজো মিটতেই উপনির্বাচনের প্রস্তুতি, লক্ষ্মী পুজোর পর প্রচারে অভিষেক

Date:

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও বাঙালির সর্বশেষ্ঠ উৎসব দুর্গাপুজো(DurgaPuja) উপলক্ষে এই কয়েকটা দিন সমস্ত রকম রাজনৈতিক প্রচার বন্ধ রেখেছিল দলগুলি। তবে পুজো পর্ব মিটতেই এবার নির্বাচনী প্রচারের প্রস্তুতি শুরু হয়ে গেল। আগামী ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটা-এই চার কেন্দ্রের উপনির্বাচন। এই কেন্দ্রগুলিতে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই প্রচারসূচি চূড়ান্ত করে ফেলেছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শেষ থেকেই প্রচার শুরু করবেন অভিষেক।

আরও পড়ুন:মঙ্গলবার সকালেই সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়

জানা যাচ্ছে, আগামী ২৩ অক্টোবর থেকে খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটার প্রচার শুরু করে দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ অক্টোবর লক্ষ্মীপুজো। লক্ষ্মীপূজো মিটলেই ২৩ থেকে শুরু হচ্ছে প্রচার। প্রথমেই খড়দহ। ওইদিনই গোসাবা। তার পর ২৫ তারিখ দিনহাটা। এরপর ২৬ তারিখে যাওয়ার কথা শান্তিপুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অন্যান্য নেতৃত্বরও প্রচার সূচী প্রস্তুত রাখা হচ্ছে। তারকা প্রচারকদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারসূচিও প্রস্তুত করছে দল।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন দুর্গোৎসবের মধ্যে কোনওরকম প্রচার না রাখার জন্য। সেইমতো ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত কোনওরকম প্রচার কর্মসূচী রাখা হয়নি তৃণমূলের তরফে। উৎসবের মাঝে এই সময়কালে জনসংযোগ জারি রেখেছিল তৃণমূল নেতৃত্বরা। এবার ৪ কেন্দ্রে উপনির্বাচনকে হাতিয়ার করে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করে দিতে চলেছে ঘাসফুল শিবির।

 

Related articles

তৃতীয় দিনেই ম্যাচের সমাপ্তি! প্রশ্নের মুখে ইডেনের পিচ

ভারত দক্ষিণ আফ্রিকা(Ind vs Sa) প্রথম টেস্টের যবনিকা পতন হবে রবিবার সকলেই? বড় কোনও অঘটন না ঘটলে তৃতীয়...

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে।...

বিহারের জয়ী ‘বাংলার ছেলে’! খুশি উত্তরপাড়ার ২৩ নম্বর ওয়ার্ড

বিহার বিধানসভা নির্বাচনের ফল গিয়েছে বিজেপি-নীতীশ জোটের পক্ষে। তা নিয়ে বঙ্গ রাজনীতিতেও বিপুল কাটাছেঁড়া চলছে। কিন্তু শুক্রবার নির্বাচনের...

বাগুইহাটি উড়ালপুলে উল্টে গেল সেনা বাস, অল্পের জন্য প্রাণরক্ষা ক্যাব চালকের

শহরের বুকে দুর্ঘটনার কবলে সেনা বাস। শনিবার সকালে রঘুনাথপুরের দিক থেকে কলকাতার দিকে যাওয়ার সময় বাগুইহাটি উড়ালপুলের (Baguiati...
Exit mobile version