Thursday, May 8, 2025

পুজো মিটতেই উপনির্বাচনের প্রস্তুতি, লক্ষ্মী পুজোর পর প্রচারে অভিষেক

Date:

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেলেও বাঙালির সর্বশেষ্ঠ উৎসব দুর্গাপুজো(DurgaPuja) উপলক্ষে এই কয়েকটা দিন সমস্ত রকম রাজনৈতিক প্রচার বন্ধ রেখেছিল দলগুলি। তবে পুজো পর্ব মিটতেই এবার নির্বাচনী প্রচারের প্রস্তুতি শুরু হয়ে গেল। আগামী ৩০ অক্টোবর খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটা-এই চার কেন্দ্রের উপনির্বাচন। এই কেন্দ্রগুলিতে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই প্রচারসূচি চূড়ান্ত করে ফেলেছেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। সব ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহের শেষ থেকেই প্রচার শুরু করবেন অভিষেক।

আরও পড়ুন:মঙ্গলবার সকালেই সাংসদ পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বাবুল সুপ্রিয়

জানা যাচ্ছে, আগামী ২৩ অক্টোবর থেকে খড়দহ, শান্তিপুর, গোসাবা ও দিনহাটার প্রচার শুরু করে দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২০ অক্টোবর লক্ষ্মীপুজো। লক্ষ্মীপূজো মিটলেই ২৩ থেকে শুরু হচ্ছে প্রচার। প্রথমেই খড়দহ। ওইদিনই গোসাবা। তার পর ২৫ তারিখ দিনহাটা। এরপর ২৬ তারিখে যাওয়ার কথা শান্তিপুর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অন্যান্য নেতৃত্বরও প্রচার সূচী প্রস্তুত রাখা হচ্ছে। তারকা প্রচারকদের তালিকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচারসূচিও প্রস্তুত করছে দল।

উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করে দিয়েছিলেন দুর্গোৎসবের মধ্যে কোনওরকম প্রচার না রাখার জন্য। সেইমতো ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত কোনওরকম প্রচার কর্মসূচী রাখা হয়নি তৃণমূলের তরফে। উৎসবের মাঝে এই সময়কালে জনসংযোগ জারি রেখেছিল তৃণমূল নেতৃত্বরা। এবার ৪ কেন্দ্রে উপনির্বাচনকে হাতিয়ার করে পুরোদমে নির্বাচনী প্রচার শুরু করে দিতে চলেছে ঘাসফুল শিবির।

 

Related articles

কালোবাজারি বরদাস্ত নয়: কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, নজরদারি সীমানায়

কালোবাজারি বরদাস্ত নয়। দেশের বর্তমান পরিস্থিতিতে বাংলায় কোনও কৃষিপণ্যে দাম যেন না বাড়ে। বৃহস্পতিবার নবান্ন থেকে স্পষ্ট নির্দেশ...

কেরালায় মেসি সহ আর্জেন্তিনার আসা ঘিরে অনিশ্চয়তা

আগামী অক্টোবরে কেরালায় মেসির(Lionel Messi) আসা ঘিরে অনিশ্চয়তা। বিশ্বকাপ(Fifa World Cup) জয়ের পর কেরালায় লিওনেল মেসি(Lionel Messi) সহ...

স্টেডিয়ামের সামনে ড্রোন হামলা, PSL ম্যাচ ঘিরে অনিশ্চয়তা

ভারতের(India) প্রত্যাঘাত। রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে(Rawalpindi Stadium) অনিশ্চিত পিএসএলের(PSL) ম্যাচ। বৃহস্পতিবার ভোররাতেই পাকিস্তানের মিসাইল হানাকে আটকে দেয় ভারতের অ্যান্টি মিসাইল...

ভারতের ১৫টি সেনা ক্যাম্পে পাক-ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ সুদর্শন চক্রের, ধ্বংস পাকিস্তানের কয়েকটি ’রেডার সিস্টেম’

'অপারেশন সিন্দুর'-এর (Operation Sindoor) বদলা নিতে গিয়ে নাস্তানাবুদ হল পাকিস্তান। বুধবার রাতে ভারতের ১৫টি সেনা ক্যাম্পে হামলা চালানোর...
Exit mobile version