১০০ কোটি টিকাদানের মাইলস্টোন ছোঁওয়ার আগেই প্রকাশিত ভ্যাকসিনেশন অ্যান্থেম

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। সম্ভবত আগামী সপ্তাহেই ১০০ কোটি ভ্যাকসিনের লক্ষমাত্রা অতিক্রম করে যাবে ভারত। এই উপলক্ষ্যে জোরকদমে প্রচার শুরু করে দিল কেন্দ্র। শনিবার মুক্তি পেল ‘ভ্যাকসিনেশন অ্যান্থেম-এর’। অডিও-ভিজুয়াল ভ্যাকসিনেশন অ্যান্থেম-এর প্রযোজনায় রয়েছেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী কৈলাশ খের। তিনিই গানটি গেয়েছেন। এই অ্যান্থেমের মাধ্যমে সরকারের সাফল্য তুলে ধরা হয়েছে।

 

সূত্রের খবর, ইতিমধ্যেই দেশের ৭০ শতাংশ মানুষ ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে। এদের মধ্যে ৩০ শতাংশ মানুষের ভ্যাকসিনের ২টো ডোজ নেওয়া হয়ে গিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামীকাল অর্থাৎ ১৭ সেপ্টেম্বর একদিনে আমরা ২.৫ জনের টিকাকরণ করব। আর এটা সম্ভব হয়েছে সবার সম্মিলিত চেষ্টাতেই।’ এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ভারতে বুস্টার ডোজ চালুর পরামর্শ দেওয়া হয়েছে। কিন্তু সকলেই অন্ততপক্ষে একটি ডোজ না পাওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত নিতে পারবে না সরকার।

আরও পড়ুন- “অবৈধ সম্পর্ককে রোমান্টিকতা দেখিয়ে বেলেল্লাপনা”, প্রতিক্রিয়া শোভনপুত্র ঋষির advt 19

 

 

 

Previous article“অবৈধ সম্পর্ককে রোমান্টিকতা দেখিয়ে বেলেল্লাপনা”, প্রতিক্রিয়া শোভনপুত্র ঋষির
Next articleবিজয়ার অভিনন্দন জানিয়ে কালীপুজো-দীপাবলির আগাম শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর