Monday, November 3, 2025

লক্ষীপুজোতেও ভাসবে বাংলা, রাজ্য জুড়ে জারি কমলা সতর্কতা

Date:

Share post:

কোথাও হাঁটুজল, কোথাও আবার ফুলেফেঁপে উঠেছে ক্যানালের জল। নমো নমো করেই দুর্গাপুজো সেরেছে বহু মানুষ। এরইমধ্যে ফের বড়সড় দুর্যোগের কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ধেয়ে আসছে নিম্নচাপ। সেইসঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রবিবার বৃষ্টিস্নাত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সোমবার থেকে বৃষ্টি আরও বাড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে,বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে।

আরও পড়ুন:গোরক্ষপুরে ব্যবসায়ীকে পিটিয়ে খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার ৬ পুলিশ কর্মী

আবহাওয়া দফতর সূত্রের খবর, লক্ষ্মীপুজোতেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে । রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে এবং ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে কমলা সতর্কতা জারি হয়েছে। মঙ্গলবারও বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। মঙ্গলবারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, মালদহ ও দুই দিনাজপুরেও। বুধবার কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

একদিকে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ, অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার জেরে পশ্চিমবঙ্গ ছাড়াও পূর্বভারতের একাধিক রাজ্যে অতিবৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণ ভারতের কেরল, তামিলনাড়ুতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে মৌসম ভবন।
advt 19

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...