পাকিস্তান ক্রিকেট দলে অভিজ্ঞতার অভাব রয়েছে বলে মনে করছেন আফ্রিদি

শুরু হয়ে গিয়েছে টি-২০ বিশ্বকাপ( T-20 World Cup)। ২৪ অক্টোবর ভারতের (India) বিরুদ্ধে প্রথম ম‍্যাচ খেলতে নামবে পাকিস্তান (Pakistan)। তার আগে পাকিস্তান দল নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি ( Shahid Afridi) বললেন, পাকিস্তান দলে ধারাবাহিকতার অভাব রয়েছে।

এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন,” টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে হাল্কা ভাবে নিলেই বিপদে পড়তে হবে বিপক্ষকে। পাকিস্তানের ক্রিকেটারদের প্রতিভা রয়েছে। ধারাবাহিকতার অভাব থাকলেও চ্যাম্পিয়ন হতে পারে তারা। তবে এই মুহূর্তে পাকিস্তান দলে অভিজ্ঞতার অভাব রয়েছে।”

চলতি বছর নিরাপত্তার কারণে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ না খেলে ফিরে গিয়েছে নিউজিল্যান্ডে। একই কারণে খেলতে আসেনি ইংল‍্যান্ড। আফ্রিদির মতে এর জবাব দেবে পাকিস্তান ক্রিকেটে টিম। তিনি বলেন,” বিশ্বকাপ জিতে জবাব দিতে হবে পাকিস্তানকে।”

আরও পড়ুন:শিখর ধাওয়ানের ব‍্যাটিং স্টাইল নকল করলেন বিরাট কোহলি, পোস্ট হতেই ভাইরাল ভিডিও