সুরাটের প্যাকেজিং কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে মৃত ২

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সুরাটের(Surat) এক প্যাকেজিং কারখানায়। সোমবার ভোরে কাজ চলাকালীন এই দুর্ঘটনার ঘটনা ঘটে। যার জেরে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যদিও দ্রুততার সঙ্গেই দমকল(fire brigade) উদ্ধার কাজ চালানোয় বহু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে গোটা কারখানা।

জানা গিয়েছে, সোমবার ভোরে সুরাটের কাদোদরা এলাকায় একটি প্যাকেজিং কারখানায় এই দুর্ঘটনার ঘটনা ঘটে। অন্যান্য দিনের মতো ঘটনার সময় প্রায় শতাধিক মানুষ কারখানা ভেতর কাজ করছিলেন। তখনই আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ে মানুষ। প্রাণ বাঁচাতে অনেকে কারখানার ছাদ থেকে ঝাঁপ দেন। দমকলে খবর গেলে তড়িঘড়ি সেখানে আসে দশটি ইঞ্জিন। অত্যন্ত দক্ষতার সঙ্গে বিধ্বংসী ওই কারখানা থেকে ১২৫ জনকে উদ্ধার করে আনা হয়। যদিও পুড়ে ততক্ষণে ২ শ্রমিকের মৃত্যু হয়। কিভাবে আগুন লেগেছে ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে দমকল কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা।

advt 19

 

Previous articleপুজো উদ্বোধনে জাগো বাংলা প্রচ্ছদের ছবি এঁকেছিলেন মুখ্যমন্ত্রী, সংরক্ষণের পথে ২১ পল্লী
Next articleদীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন বিল গেটসের কন্যা জেনিফার