Tuesday, May 6, 2025

আজ আরও বাড়বে বৃষ্টির দাপট, সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও, পূর্বাভাস হাওয়া অফিসের

Date:

বৃষ্টির হাত থেকে এখনই রেহাই নেই। সোম- মঙ্গল অর্থাৎ আজ-কাল বৃষ্টি তো হবেই । লক্ষ্মী পুজোর দিনেও ভাসতে পারে কলকাতা । বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

রবিবারের তুলনায় সোমবার বৃষ্টি বাড়তে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কলকাতা সহ মহানগরের বৃহত্তর এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে । তবে বৃষ্টির পরিমাণ বাড়বে উপকূলবর্তী জেলাগুলিতে। যদিও শনিবার রাত থেকেই কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। রবিবার সকালে কিছুক্ষণের জন্য রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও বেলা বাড়তেই মেঘলা হয়ে আসে। দুপুর থেকেই কলকাতার বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার ও সোমবার দু’দিনই ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায়। দিনভর আকাশ মেঘলা থাকবে। মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। কলকাতা ছাড়া উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার লক্ষ্মীপুজোর দিনেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জুড়ে বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে।

 

 

Related articles

মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর নিয়ে শুভেন্দুর মন্তব্যের পাল্টা কড়া জবাব কুণালের

সঠিক সময়ে তিনি মুর্শিদাবাদ যাবেন- আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোমবার দুদিনের সফরে গিয়েছেন তিনি। আর...

দাদাসাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রী পর্দার ‘বিনোদিনী’, রুক্মিণীকে শুভেচ্ছা দেবের

বাংলার নাট্য সম্রাজ্ঞীর জীবনকে বড়পর্দায় নিখুঁতভাবে ফুটিয়ে দর্শকের প্রশংসা করিয়েছিলেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। এবার 'বিনোদিনী, একটি নটীর...

চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, বহরমপুরে আচমকা ঢুকলেন প্রতিমাশিল্পীর বাড়ি

জনসংযোগ জননেত্রীর। বালিগঞ্জ হোক কিংবা বহরমপুর মমতা বন্দ্যোপাধ্যায় সব জায়গাতেই মিশে যান মানুষের ভিড়ে। মানুষের ঘরে। হ্যাঁ, ঘরে।...

পিএফ বঞ্চনার প্রতিবাদ! চা-বাগান মালিকদের বিরুদ্ধে বড় লড়াইয়ের ডাক আইএনটিটিইউসির

চা-বাগানের শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড (পিএফ) বঞ্চনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ি পিএফ অফিসের সামনে অবস্থান বিক্ষোভে অংশ নিলেন...
Exit mobile version