বাংলাদেশের কুমিল্লার ঘটনাকে ইস্যু করে বাংলায় রাজনৈতিক অশান্তি তৈরির চেষ্টা করছেন অনেকেই। গেরুয়া শিবির এই ঘটনা নিয়ে জলঘোলা করতে নেমে পড়েছে। এই প্রবণতা বিরুদ্ধে সরব হলেন তৃণমূল (Tmc) নেতা কৃশানু মিত্র (Krishanu Mitra)।
কৃশানু লেখেন,”আপনি কি একজন ভারতীয়, আর এখন বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিয়ে খুব চিন্তিত??? আবার কিছুদিন আগে আপনিই কি লাফিয়ে লাফিয়ে CAA/NRC কে সমর্থন জানিয়েছিলেন??? তাহলে জেনে নিন আপনি হয় একজন ভন্ড, প্রতারক…”
আরও পড়ুন- ফেরালেন প্রস্তাব, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচের দায়িত্ব নিতে নারাজ লক্ষণ
কুমিল্লার ঘটনা নিয়ে রাজ্য বিজেপির নেতারা সরব হওয়ার অনেক আগেই, এই বিষয় নিয়ে সরব হয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। তবে, ওপার বাংলার ঘটনা নিয়ে যেতে রাজ্যে কোনও রকম প্ররোচনামূলক অশান্তি তৈরি না হয় তার থেকে সতর্ক নজর রাখা হয়েছে।