Saturday, August 23, 2025

“নিশীথ কোথায়?” দিনহাটায় ফের বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, “গো-ব্যাক” স্লোগান

Date:

গতকাল সোমবারের পর আজ মঙ্গলবার, একদিনের ব্যবধানে প্রচারে বেরিয়ে ফের বিক্ষোভের মুখে দিনহাটা উপনির্বাচনে (Dinhata By Poll) বিজেপি (BJP) প্রার্থী অশোক মণ্ডল (Ashok Mandal)। এদিন সকালে নয়ারহাটে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থ। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক মিহির গোস্বামী (Mihir Goswami)-সহ দলের কিছু সমর্থক। তখনই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তাঁরা।

বিক্ষোভকারীরা বিজেপি প্রার্থীকে দেখে “গো-ব্যাক” স্লোগান দিতে থাকেন। তাঁদের দেখে “জয় বাংলা” স্লোগানও তোলা হয়। বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন মিহির গোস্বামী। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নয়ারহাট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এরপর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে বিজেপি। যদিও শাসক দলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের (TMC) পাল্টা দাবি, দিনহাটায় কেউ আর বিজেপি করে না। বিজেপির থেকে শুধু সাধারণ মানুষ নয়, মুখ ফিরিয়েছে বিজেপির কর্মী-সমর্থকরাই। তাই প্রচারের আলোয় আসতেই এভাবে তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে।

আরও পড়ুন-চার কেন্দ্রে উপনির্বাচন: বাড়তি কেন্দ্রীয় বাহিনী পাঠাল কমিশন, শুরু রুটমার্চ

তৃণমূলের আরও দাবি, বিধানসভায় জেতার পর দিনহাটার মানুষকে ঠকিয়ে পালিয়েছে নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত নিশীথ। তাই তাঁকে যাঁরা ভোট দিয়ে জিতিয়েছিল তাঁদের পাশে না থেকে কেন্দ্রের মন্ত্রী হওয়ার লোভে বিধায়ক পদ ছেড়েছে। তাই দিনহাটায় ফের অকাল নির্বাচন হচ্ছে। এই নির্বাচনের জন্য দায়ী বিজেপি। তাই সাধারণ মানুষ বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। এর ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।

উল্লেখ্য, আগামী ৩০ অক্টোবর কোচবিহার জেলার দিনহাটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তাই পুজো মিটতেই ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। কিন্তু বিজেপি প্রার্থী যেখানেই যাচ্ছেন, সেখানেই স্থানীয় মানুষের ক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাঁকে। বিজেপি প্রার্থীকে ঘিরে সকলের প্রশ্ন, “নিশীথ প্রামানিক কোথাও?”

এদিকে বিজেপির প্রচারকদের তালিকায় নাম আছে সাংসদ তথা কেন্দ্রের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের নাম। গেরুয়া শিবিরের আশঙ্কা, নিশীথকে প্রচারে নামালে মানুষের বিক্ষোভ আরও বাড়তে পারে।

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version