বিজেপি ও শুভেন্দুকে প্রতিবাদী ধর্মনিরপেক্ষ বললেন জয়ন্ত ঘোষাল

সাংবাদিক জয়ন্ত ঘোষাল, যিনি মূলত সব শিবিরেই সুসম্পর্ক রাখার নীতি জানেন, একটি ফেস বুক মন্তব্যে বিজেপি ও শুভেন্দু অধিকারীকে ধর্মনিরপেক্ষ বলেছেন। বাংলাদেশ ইস্যু নিয়ে ফেস বুকে কথোপকথনের সময় এই মন্তব্যটি করেন নবান্নের ঘনিষ্ঠ ও একসময়ে পদে থাকা জয়ন্তবাবু।

বাংলাদেশ নিয়ে বিদ্বজ্জনদের একটি বিবৃতির বয়ান পোস্ট করেছিলেন জয়ন্ত।

সেই পোস্টে আরেক বিশিষ্ট সাংবাদিক অতনু ভট্টাচার্য একটি মন্তব্য করেন।

তার জবাবে জয়ন্ত ঘোষাল লিখেছেন-

 

@Atanu Bhattacharya- secular intellectuals? Mane ki ? Bjp ki tabe non secular communal ? I protest . Bjp not communal . And Subhendu to react koreche for this incident not Hasina but condemned mamata . So secular Subhendu and state bjp also reacting boss . Ke boleche no protest ?? 😍

 

জয়ন্ত ঘোষালের এই মন্তব্য নিয়ে সাংবাদিক মহলেও চর্চা শুরু হয়েছে।

তিনি মাঝেমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা দেখাতে পোস্ট করেন নানা স্টাইলে।

অথচ আসল বিতর্কের সময় তাঁর অন্য চেহারা বেরিয়ে পড়ে।

বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহলে বেশ কড়া সমালোচনা চলছে।

 

advt 19