মোদি এবার জেমস বন্ড 007! ব্যঙ্গ চিত্রে প্রধানমন্ত্রীকে ৭ বছরে জোড়া গোল্লা ডেরেকের

ব্যঙ্গ চিত্রে এবার প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi) সঙ্গে হলিউড বিখ্যাত গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের (James Bond) তুলনা করলেন তৃণমূলের (TMC) রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান (Derek O’Brien)। আজ, মঙ্গলবার ডেরেক ও’ব্রায়েন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। যেখানে জেমস বন্ডের সাজে মোদির একটি মিম। এই ব্যঙ্গ চিত্রে লেখা রয়েছে, “ওরা আমাকে ০০৭ বলে। ০ উন্নয়ন, ০ আর্থিক বৃদ্ধি, ৭ বছরের আর্থিক ব্যবস্থাপনা।”

আসলে ডেরেকের বার্তা, নরেন্দ্র মোদির ৭ বছরের প্রধানমন্ত্রিত্বে দেশের উন্নয়ন ও আর্থিক বৃদ্ধির নিরিখে ভারতবাসীর প্রাপ্তির ঝুলি শূন্য (০)। পাশাপাশি, সাদা-কালো ওই ব্যঙ্গ চিত্রের মাধ্যমে তৃণমূল সাংসদ খুব ইঙ্গিতপূর্ণ ভাবে সাহিত্যিক ইয়ান ফ্লেমিংয়ের গল্পের খুনের লাইসেন্সধারী ব্রিটিশ চরের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির তুলনা টেনেছেন বলেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন।

আরও পড়ুন- মেন্টর ধোনিতে মজেছেন রাহুল, বললেন, মাহির প্রত্যাবর্তন দলের কাছে ইতিবাচক দিক

advt 19