Tuesday, August 26, 2025

মেন্টর ধোনিতে মজেছেন রাহুল, বললেন, মাহির প্রত্যাবর্তন দলের কাছে ইতিবাচক দিক

Date:

টি-২০ বিশ্বকাপে( T-20 world cup) ভারতীয় দলে ( india team) নতুন ভুমিকায় মহেন্দ্র সিং( ms dhoni) ধোনি। বিরাট কোহলিদের (virat kohli) মেন্টরের ভূমিকায় তিনি। টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে ধোনির এই প্রত্যাবর্তনকে দু’হাত তুলে স্বাগত জানাচ্ছেন কেএল রাহুল। বললেন ধোনির আসা দলের পক্ষে এটি একটি ইতিবাচক দিক।

বিশ্বকাপের ২২ গজে বল গড়ানোর আগে ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন রাহুল। আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে ছশোর বেশি রান করার পর, সোমবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ঝোড়ো হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। অধিনায়ক বিরাট কোহলিও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোহিত শর্মার সঙ্গে রাহুলই ওপেন করবেন।
ডানহাতি ভারতীয় ওপেনার আবার মজে রয়েছেন ধোনিতে। কোনও রাখঢাক না করেই রাহুল বলছেন, ‘‘অবশ্যই এমএস ধোনির প্রত্যাবর্তন দলের কাছে দারুণ ইতিবাচক ঘটনা। আমরা ওঁর নেতৃত্বে খেলেছি। এবার মেন্টর হিসেবে পাচ্ছি। তবে অধিনায়ক থাকাকালীনও ধোনি আমাদের মেন্টর ছিলেন।’’

রাহুল আরও বলেন, ‘‘যখন অধিনায়ক ছিলেন, তখন ড্রেসিংরুমে ওঁর উপস্থিতি, ওঁর ঠান্ডা মেজাজ আমাদের দারুণ পছন্দের ছিল। কোনও সমস্যায় পড়লেই ওঁর কাছ থেকে সাহায্য পেতাম। ফের ড্রেসিংরুমে মাহি ভাইয়ের উপস্থিতি দারুণ উপভোগ করছি।’’ ভারতীয় ওপেনারের বাড়তি সংযোজন, ‘‘ওঁর সঙ্গে সময় কাটাতে আমার খুব ভাল লাগে। ওঁর ক্রিকেটীয় মস্তিষ্ককে পুরোপুরি কাজে লাগানোই আমাদের লক্ষ্য।’’

এদিকে, টিম ইন্ডিয়ার অন্দরমহলে সময়টা ভালই কাটাচ্ছেন ধোনি নিজেও। সোমবার রাতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের পর হঠাৎ করেই ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল ধোনির। বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকার আড্ডা দেওয়ার ছবি মঙ্গলবার নিজেদের ট্যুইটারে পোস্ট করেছে বিসিসিআই। নীচে ক্যাপশন দেওয়া হয়েছে—‘‘দুই কিংবদন্তির এক স্মরণীয় মুহূর্ত।’’

আরও পড়ুন:তৃতীয় প্রস্তুতি ম‍্যাচ নিয়ে কী বলছেন লাল-হলুদ বিদেশি টমিস্লাভ মর্চেলা?

 

 

Related articles

কৃষ্ণনগরে ছাত্রী খুনে এখনও অধরা অভিযুক্ত, পুলিশের হাতে ঘটনার পরমুহূর্তের ছবি!

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে গুলি করে ছাত্রীকে খুনের ঘটনায় এখনও অধরা অভিযুক্ত প্রেমিক দেশরাজ সিং (Deshraj Singh)। উত্তরপ্রদেশের গোরখপুর...

ডুবিয়েছে “আগে রাম পরে বাম” থিওরি! বিস্ফোরক পোস্ট বাম জমানার প্রয়াত মন্ত্রীর ভাইপোর, এক সুর সূর্যকান্তরও

তৃণমূলকে ঠেকাতে রাজ্যে রাম-বাম (BJP-Left) হাত মিলিয়েছে। কোথাও বামের সমর্থন করেছে বিজেপিকে (BJP)। কোনও উল্টোটা। এই অভিযোগ শাসকদলের...

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...
Exit mobile version