Sunday, November 16, 2025

লক্ষ্মীপুজোর দুপুরে বিস্ফোরণে কাঁপল বারাকপুরের কালিয়া নিবাস, ধৃত ১

Date:

লক্ষ্মীপুজোর দিন ভরদুপুরে বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার বারাকপুরের (Baracpur) কালিয়া নিবাস এলাকা। বাড়ির চাঙড় ভেঙে জখম দুজন। আহত দু’জনকে হাসপাতালে (Hospital) ভর্তি করানো হয়েছে। ঘটনায় এক প্রৌঢ়কে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

বুধবার, দুপুরে বারাকপুরের কালিয়া নিবাস এলাকার একটি বাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। দুটি ঘরে আগুন লেগে যায়। বিস্ফোরণে (Blast) বাড়িটির চাঙড় ভেঙে দুজন গুরুতর আহত হন। তাঁদের বারাকপুরের বিএন বোস মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় ওই বাড়ির এক ভাড়াটে ইসাইয়া ফেনিহাস গিডলা নামে এক তেলুগু ভাষী প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ। কী ভাবে বিস্ফোরণ তা খতিয়ে দেখছে পুলিশ।

বারাকপুর পুরসভার মুখ্য প্রশাসক উত্তম দাস (Uttam Das) জানান, ওই বাড়িতে তিনজন ভাড়া থাকেন। তাঁদেরই একজনের ঘরে বিস্ফোরণ ঘটে।প্রাথমিক ভাবে গ্যাস সিলিন্ডার (Cylinder) ফেটে বিস্ফোরণ বলে অনুমান করি হলেও, পরে দেখা যায় সেটি অক্ষত রয়েছে। বিস্ফোরণস্থল থেকে কিছুটা গাঁজা পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। উদ্ধার হয়েছে বেশ কিছু রাসায়নিকও। ওই ঘরের ভাড়াটেকেই গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃত তেলুগুভাষী হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দা। প্রথমে তাঁকে জেরা করতে গিয়ে সমস্যায় পড়েন তদন্তকারীরা। পরে এক তেলুগুভাষীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে টিটাগড় থানার পুলিশ জেরায় ধৃত জানান, ঘরের মধ্যে তিনি নিজেই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বার করে বিস্ফোরণ ঘটান। তবে কী কারণে তিনি বিস্ফোরণ ঘটিয়েছেন তা স্পষ্ট নয়। পুলিশের দাবি, বহু সম্পত্তি খোয়া যাওয়ায় ওই ব্যক্তি কিছুটা মানসিক ভাবে বিপর্যস্ত। কি তোকে জেরা করে এ ঘটনায় আর কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- ছেলের জন্য নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে শাহরুখ

 

 

 

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version